মাঠে ঢুকে মুস্তাফিজের বিপদ বাড়িয়েছেন দর্শক, শঙ্কিত না বিসিবি
বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা নতুন নয়। গ্যালারি থেকে দর্শক মাঠে প্রবেশের দৃশ্য দেখা গেছে অনেকবার। তবে এবারের ঘটনা একেবারে ব্যতিক্রম। করোনাভাইরাসের কারণে শঙ্কা তৈরি হয়েছে। এভাবে নিরাপত্তা বেষ্টনী টপকিয়ে দর্শক মাঠে প্রবেশ করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কপালে চিন্তার ভাঁজ পড়ার কথা।
তবে এই ঘটনা নিয়ে শঙ্কিত নয় বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ‘দর্শক প্রবেশের ঘটনা অনাকাঙ্ক্ষিত। তবে খুব বেশি শঙ্কিত হওয়ার কিছু নেই। দর্শক যারা মাঠে প্রবেশ করেছেন, সবারই টিকা ডাবল জোজ নেওয়া আছে। সেটি তো পরীক্ষা করেই ভেতরে ঢোকানো হচ্ছে। তবুও মুস্তাফিজ যেহেতু সংস্পর্শে গেছে, তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে নিরাপত্তার কথা ভেবে।’
সঙ্গে যোগ করেন দেবাশিষ, ‘তবে এটাকে আমরা ক্লোজ কন্টাক্ট বলছি না। কারণ মুস্তাফিজ খুব বেশি ক্লোজ ছিল না। তবুও আমরা যথেষ্ট সতর্ক। মুস্তাফিজকে টেস্ট করানো হবে। আইসিসির প্রটোকল অফিসার আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে দুই টিমের সকল ক্রিকেটার ও মাঠে উপস্থিত ম্যাচ অফিশিয়ালদের টেস্ট করানো হবে।’
খেলার তখন দ্বিতীয় ইনিংসের ১৩তম ওভার চলছে। পাকিস্তান ব্যাটিংয়ে। এমন সময় নর্দান গ্যালারির লোহার প্রাচীর টপকে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। এসে সোজা পড়েন মুস্তাফিজের পায়ের কাছে পড়ে চুমু খেতে থাকেন। পরে ওই দর্শককে সরান নিরাপত্তাকর্মীরা। মুস্তাফিজকে মাঠ থেকে তুলে নেওয়া হয় করোনার নিয়মের কারণে।
টিআইএস