ঘরের মাঠে ‘বাঘ’ ভারত উড়িয়েই দিল নিউজিল্যান্ডকে
বিশ্বকাপটা মোটেও ভাল যায়নি ভারতের। অধিনায়ক বিরাট কোহলির শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটি হেরেছিল পাকিস্তান আর নিউজিল্যান্ডের কাছে, এর পরের তিন ম্যাচে জিতলেও লাভ হয়নি। বিদায় নিয়েছে সুপার টুয়েলভ থেকেই। তবে ঘরে ফিরতেই দলটি ফিরেছে চিরচেনা রূপে। প্রথম টি-টোয়েন্টির পর দলটি নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও। কিউইদের ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলেছে সিরিজ জয়।
ধোনির শহর রাঁচিতে মাঠে গড়ানো দ্বিতীয় ম্যাচেও যেন দেখা গেল প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে দেড়শো রানের কাছাকাছি আটকে রাখা, এরপর রোহিত শর্মা, লোকেশ রাহুলদের নৈপুণ্যে জয়; প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দেখা গেল এমন কিছু। তাতে কোচ রাহুল দ্রাবিড় আর অধিনায়ক রোহিত দু’জনেই নিজেদের প্রথম অ্যাসাইনমেন্টে উতরে গেলেন সফলভাবে।
শুক্রবার সন্ধ্যায় টানা দ্বিতীয় ম্যাচে টস জেতেন রোহিত। নেন শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত। শুরুটা অবশ্য দুর্দান্তই করেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল আর ড্যারিল মিচেল। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারেই তুলে নিয়েছিলেন ১৪ রান। ওপেনিং জুটি ২৫ বলেই তুলে নেয় ৪৮ রান। তবে বেশিক্ষণ টিকতে পারেননি গাপটিল। ৩১ রান করে দীপক চাহারের বলে আউট হন তিনি।
গাপটিল থিতু হয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন। এরপর যেন নিউজিল্যান্ডের বাকি ব্যাটাররাও হাঁটল একই পথে। নিয়মিত বিরতিতে উইকেট খোয়া গেছে তাতে। মিচেল, চ্যাপম্যান, ফিলিপ্স প্রত্যেকেই রান পেয়েছেন। তবে বড় রান করতে পারেননি কেউই। নিউজিল্যান্ডের সংগ্রহটা তাতে আটকে যায় কেবল ১৫৩ রানেই।
উড়ন্ত সূচনার পরও যে নিউজিল্যান্ড বড় সংগ্রহ জমা করতে পারেনি, তার কৃতিত্ব অবশ্য রবিচন্দ্রন অশ্বিনের। মাঝের ওভারে হিসেবি বোলিংয়ে নিউজিল্যান্ডের রানের গতি রোধ করেছেন, উইকেটও তুলেছেন একটা। সঙ্গে অভিষিক্ত হার্ষাল পাটেলও সঙ্গ দিয়েছেন দারুণভাবে, ২৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে নিখুঁত এক সূচনা এনে দেন রোহিত ও রাহুল। পাওয়ার প্লেতে রান উঠেছে ওভারপ্রতি ৭.৫ গড়ে, তবে উইকেট হারাননি দু’জনে। হারাননি পরের সাত ওভারেও। ১৩.২ ওভারে রাহুল যখন ফিরছেন ৬৫ রান করে, তখন ভারতের স্কোরবোর্ডে জমা পড়ে গেছে ১১৭ রান। জয়টা নিশ্চিত হয়ে গেছে তখনই। এর কিছু পর রোহিতও বিদায় নিয়েছেন দলীয় ১৩৫ রানে, বেশি দূর যেতে পারেননি সূর্যকুমার যাদবও। তবে এরপর ঋষভ পান্ত আর ভেঙ্কেটেশ আইয়ারের দৃঢ়তায় সাত উইকেটের সহজ এক জয় পায় ভারত।
এর ফলে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজটা পকেটে পুরেছে দলটি। কলকাতার ইডেন গার্ডেনে পরের ম্যাচটি হবে আগামীকাল রোববার। ভারতের সামনে থাকবে বিশ্বকাপ ফাইনালিস্ট নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার হাতছানি।
এনইউ