কলম্বিয়াকে হারিয়ে ‘সবার আগে’ বিশ্বকাপে ব্রাজিল
প্রথমার্ধটা কেটেছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে এসে বদলে যায় চিত্র। গোল করেন লুকাস পাকোয়েতা। ম্যাচে আধিপত্য দেখানো ব্রাজিল শেষ অবধি কোনো রকমে হারিয়েছে কলম্বিয়াকে। ধরে রেখেছে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষস্থান। চলে গেছে কাতার বিশ্বকাপে। নিজেদের অঞ্চল থেকে প্রথম দল হিসেবে টিকিট নিশ্চিত করল তারা।
ঘরের মাঠ সাও পাওলোয় বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ১-০ গোলে জয় পেয়েছে সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই অবশ্য দাপট দেখায় ব্রাজিল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা তারা পাচ্ছিল না কিছুতেই। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম সুযোগ পেয়েছিল কলম্বিয়াই। কিন্তু উইলমার বারিসের শট চলে যায় গোলপোস্টের উপর দিয়ে।
দুই মিনিট পর উপর দিয়ে যায় ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুসের শটও। ২০তম মিনিটে জেফারসন লেরমার কাছ থেকে বল পেয়েও লক্ষ্যে রাখতে পারেন ডুবান জাপাটা। এর দুই মিনিট পর ফ্রেডের বাড়ানো থ্রু বল কাজে লাগাতে পারেননি লুকাস পাকোওয়েতাও।
প্রথমার্ধের যোগ করা সময়ে নেইমারের বাড়ানো বলে ঠিকঠাক হেড করতে পারেননি মার্কোইনিস। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পরও কয়েকটি দারুণ সুযোগ তৈরি করে ব্রাজিল। সুযোগ পায় কলম্বিয়াও। কিন্তু কাজের কাজটা করেন লুকাস পাকোয়েতা। নেইমারের বাড়িয়ে দেওয়া বল বক্সে পেয়ে দারুণ দক্ষতায় বল জাড়েন তিনি। এগিয়ে যায় সেলেসাওরা। ম্যাচের বাকি সময়ে আর বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল।
বিশ্বকাপ বাছাইয়ে ১১ ম্যাচ খেলে ১০টিতেই জয় পেয়েছে ব্রাজিল। ড্র করেছে বাকি এক ম্যাচে। ৩১ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে তারা আছে শীর্ষে। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে কলম্বিয়া।
এমএইচ