আবুধাবির মতো তাসখন্দেও ব্যর্থ বাংলাদেশ
আবুধাবিতে মুশফিকরা যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছিলেন তখন উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ অ-২৩ ফুটবল দল মোকাবেলা করছিল সৌদি আরবের। ক্রিকেট দল চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে। একই সময় ফুটবল দলও ব্যর্থ হয়েছে। সৌদি আরবের বিপক্ষে ০-৩ গোলে হেরেছে দল।
সৌদি আরবের বিপক্ষে বাংলাদেশের হারটি অবশ্য অনুমেয়ই ছিল। সৌদি আরব সব দিক থেকেই বাংলাদেশের চেয়ে এগিয়ে। এরপরও বাংলাদেশের প্রধান কোচ মারুফুল হক ফুটবলপ্রেমীদের আশা দেখিয়েছিলেন। সেই আশা শেষ পর্যন্ত বাস্তব রূপ পায়নি।
ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশ দুই গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে সৌদি আরব আরেকটি গোল দিলে ০-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মারুফুলের দল। সৌদি আরব এই জয়ের ফলে সেরা চার রানার্স আপের একটি হয়ে পরের বছর আবার উজবেকিস্তান আসার টিকিট প্রায় নিশ্চিত করেছে। ২০২২ সালে এই উজবেকিস্তানেই যে অ-২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসর বসবে!
ছয় বছর আগে সিনিয়র জাতীয় দলের কোচ ছিলেন মারুফ। ছয় বছর অ-২৩ দলের দায়িত্ব নিয়ে মূল পর্বে খেলানোর ঘোষণা দিয়ে উজবেকিস্তান গিয়েছিলেন। প্রথম ম্যাচে কুয়েতের বিপক্ষে ০-১ গোলে হারে টুর্নামেন্ট শুরু। পরের ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের বিরুদ্ধে ০-৬ গোলে বিশাল ব্যবধানে হার। সেটি অবশ্য প্রীতি ম্যাচ হওয়ায় টুর্নামেন্টের হিসাবে প্রভাব পড়েনি। আজ বাছাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে বাংলাদেশ কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত ০-৩ স্কোরলাইনে ম্যাচ শেষ করেছে।
উজবেকিস্তান থেকে কোচ মারুফ ও অ-২৩ দলের ফুটবলাররা ঢাকায় ফিরে আসবেন। উজবেকিস্তান থাকা সিনিয়র জাতীয় দলের ছয় ফুটবলার ৪ নভেম্বর উজবেকিস্তান থেকে সরাসরি কলম্বো যাবেন। ৮ নভেম্বর থেকে শ্রীলঙ্কায় চারজাতির টুর্নামেন্ট শুরু হবে।
এজেড/এনইউ