কেন নিউজিল্যান্ডের কাছে হারল ভারত?
পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে শুরু। এরপর নিউজিল্যান্ডের কাছেও ৮ উইকেটে হার। তাতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একরকম বিদায়ের শঙ্কাতে আছে ভারত। কেন কোহলিদের এই ব্যর্থতা?
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি নিয়ে নিজের বিশ্লেষণ জানিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তিনি মনে করছেন, এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে ভারতের চেষ্টা সত্ত্বেও কোনও কিছুই কাজে লাগেনি। শচীন বলছেন, শুরু থেকেই ভারতকে চাপে রেখেছিলেন নিউজিল্যান্ডের বোলাররা।
শচীন বলেছেন, ‘আমাদের দলের জন্য একটা কঠিন দিন গিয়েছে। কিন্তু মাঝে মাঝে এ রকম দিন আসে যখন হাজার চেষ্টা করলেও কিছুই কাজে লাগে না। আশা করি আগামী দিনগুলোতে ভারত অনেক ভালো খেলার চেষ্টা করবে।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় ভারত ঝুঁকি নিয়ে খেলার চেষ্টা করছিল। যেভাবে নিউজিল্যান্ডের বোলাররা শাসন করছিল, তাতে ভারতের পক্ষে খুচরো রান নেওয়া প্রচণ্ড কঠিন হয়ে পড়ে। ফলে ওরা বড় শট খেলতে বাধ্য হয়। সেই চাপটা কিন্তু আমাদের বোলিংয়ের সময় ছিল না।’
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের প্রশংসায় বলেছেন, ‘প্রথম বল থেকে উইলিয়ামসনের ফিল্ডিং সাজানো এবং বোলিং বদল দারুণ ছিল। প্রথম ৬ ওভারে আমাদের রান ছিল ২ উইকেটে ৩৫। তার মধ্যে ২০ রান এসেছে ৫ ওভারে এবং অ্যাডাম মিলনের এক ওভারে ১৫ রান হয়েছিল। আমার মতে, খেলার সব থেকে গুরুত্বপূর্ণ ছিল ১৫ থেকে ২০ ওভার। সেই ২৪ বলে আমরা মাত্র ১৩ রান করেছিলাম এবং একটা উইকেট হারিয়েছিলাম। ওই সময়টা আমরা কাজে লাগাতে পারিনি।’
এমএইচ