অবসরের ভাবনা নেই শোয়েব মালিকের
শুরুতে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাননি শোয়েব মালিক। বেশ নাটকীয়তার পর চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ মুহূর্তে ডাক পান এই অলরাউন্ডার। তার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েও হয়েছে আলোচনা আর সমালোচনা। প্রায় ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের পথে শোয়েবের বয়টাও চল্লিশ ছুঁইছুঁই। বলা যায় ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে আছেন তিনি। তবে শোয়েব নিজে সে সব ভাবছেন না।
শোয়েব বলেন, ‘বিশ্বকাপ ম্যাচেই আমি মনোযোগ দিচ্ছি এবং টুর্নামেন্ট চলাকালে অবসরের ব্যপারে ভাবছি না।’
এবারের বিশ্বকাপে দল হিসেবে বেশ গোছাল ক্রিকেট উপহার দিচ্ছে পাকিস্তান। নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতে ফুরফুরে মেজাজে আছে। তবে কোনো প্রতিপক্ষকেই সহজভাবে নিতে নারাজ মালিক। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নামিবিয়াকেও সমান গুরুত্ব দিয়ে মাঠে নামতে চান অভিজ্ঞ এই অলরাউন্ডার।
শোয়েব বলেন, ‘দল ফর্মের তুঙ্গে আছে কিন্তু নামিবিয়াসহ কোনো প্রতিপক্ষকেই আমরা সহজভাবে নিচ্ছি না। আমরা পূর্ণ প্রস্তুতি নিয়েই সবার বিপক্ষে মাঠে নামব।’
পাকিস্তান দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক বাবর আজম। তার অধিনায়কত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয় পায় পাকিস্তান। বাবরের নেতৃত্বের প্রশংসা করেন মালিক, ‘বাবর আজমের অধিনায়কত্বে উন্নতি ঘটেছে। বাবরের সবচেয়ে ভালো দিক হচ্ছে, ব্যাটিং করার সময় সে কোনো বাড়তি চাপ নেয় না। সময়ের সঙ্গে সঙ্গে সে শিখছে এবং আমি মনে করি, সে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে।’
টিআইএস