মিডিয়ার চাপ আর উম্মাদনায় পথ হারিয়েছে ভারত
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সে অর্থে কোন ফেভারিট ছিল না। যে দু-একটি নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছিল তার একটি ভারত। তবে বিশ্বকাপের শুরুতেই পথ হারিয়েছে ২০০৭ টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পর নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছে। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মনে করছেন, ভারতীয় মিডিয়া আর তাদের সমর্থকদের প্রত্যাশার চাপে পথ হারিয়েছেন বিরাট কোহলিরা।
রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারে ভারত। এ ম্যাচের পর কিংবদন্তি পেসার শোয়েব আখতার বলেন, ‘কখনোই মনে হয়নি যে ভারত এই ম্যাচে (নিউ ল্যান্ডের বিপক্ষে) ঘুরে দাঁড়াবে। ভারত দল গড়পড়তা পারফরম্যান্স করেছে। ভারতীয় মিডিয়ার চাপ ও এত বেশি উম্মাদনার মধ্যে আমি জানতাম দলটি ভুগবে।’
ভারতীয় ক্রিকেট দল নিয়ে তাদের সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী। টুর্নামেন্ট শুরুর আগে ভারতের প্রতিটি ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে। তবে সমর্থক ভরা মাঠে একেবারেই পারফরম্যান্স করতে পারছেন না কোহলি-রোহিতরা। শোয়েব মনে করছেন, টানা দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়া ভারতের সামনে চ্যালেঞ্জ হতে পারে মোহাম্মদ নবীর আফগানিস্তান।
শোয়েব বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচও তাদের জন্য দুর্ভাগ্যের হতে পারে। ভারত যদি নিজেদের সম্মান অক্ষুণ্ণ রাখতে চায়, তাদেরকে যেভাবেই হোক আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে। আমার এখন মনে হচ্ছে, আফগানিস্তান যদি টস জিতে বোলিং নেয়, তাহলে তা ভারতের জন্য অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।’
টিআইএস