নামিবিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানদের
শুরুর ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী জয়, এরপর পাকিস্তানের কাছে কাছে গিয়েও হার। এরপর আজ আফগানিস্তান মুখোমুখি হচ্ছে নামিবিয়ার। এ ম্যাচে টসে জিতেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। নিয়েছেন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত।
টসে হেরে অবশ্য নামিবিয়া অধিনায়ক গেরহার্ড ইরাসমাস অখুশী নন। বরং একে দেখলেন নিজ দলের বোলারদের জন্য বড় সুযোগ হিসেবে। বললেন, 'আমার বোলারদের জন্য তাদেরকে চাপে ফেলে দেওয়ার সুবর্ণ সুযোগ এটা। যেভাবে বাতাস বইছে, তাতে প্রতিপক্ষের সামনে কত লক্ষ্য ঝুলিয়ে দিতে হবে সেটা ঠিক করা, আর বাস্তবায়ন করাটা সহজ নয়।'
ওদিকে আফগানরা আজও স্কটল্যান্ড ম্যাচের মতোই কৌশল নিয়ে নেমেছে মাঠে। তবে সেদিন স্কটিশদের মাত্র ৬০ রান ধসিয়ে দেওয়ার নায়ক মুজিব উর রহমান অবশ্য নেই আজ। তার চোটে দলে ঢুকেছেন পেসার হামিদ হাসান। নামিবিয়া দল আছে অপরিবর্তিতই।
আফগানিস্তান: হজরতুল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রাহমানুল্লাহ গুরবাজ, আসগর আফগান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, নবীন-উল-হক, হামিদ হাসান।
নামিবিয়া: ক্রেগ উইলিয়ামস, মাইকেল ভ্যান লিংজেন, জন লফটি-ইটন, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), ইয়ান গ্রিন (উইকেটরক্ষক), জেজে স্মিট, ডেভিড ভিসে, ইয়ান ফ্রাইলিঙ্ক, পিকি ইয়া ফ্রান্স, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কোল্টজ।
এনইউ