সাকিব-নাঈমকে হারিয়ে বিপদে বাংলাদেশ
কৌশলগত হোক কিংবা লিটন দাসের অফ ফর্মের কারণে, সাকিব আল হাসানকে তুলে আনা হয়েছিল ওপেনিংয়ে। কিন্তু লাভ হলো না তাতে। সাকিবকে তো হারালোই, এর কিছু পর নাঈম শেখও পথ ধরলেন ওপেনিং সঙ্গীর। তাতে পাওয়ার প্লে শেষে রীতিমতো বিপদেই পড়ে গেছে বাংলাদেশ।
লক্ষ্য ১৪৩ রান। মাঝারি লক্ষ্য তাড়ায় সাকিবকে তুলে আনা হয়েছিল ওপেনিংয়ে। পাওয়ার প্লেতে দুই ফিল্ডার বৃত্তের বাইরে, সেটা কাজে লাগিয়ে দ্রুত কিছু রান তুললেই তো মাঝারি লক্ষ্যটা ছোট হয়ে আসে অনায়াসে! সে উদ্দেশ্যটা বাংলাদেশ পূরণ করতে পারল কই? ছয় ওভার শেষে তুলতে পেরেছে মাত্র ২৯ রান, তাও আবার দুই ওপেনারকে হারিয়ে।
সাকিব ওপেনিংয়ে নেমে একটা ব্যক্তিগত ইতিহাসই গড়ে ফেলেছিলেন। ১৫ বছর দীর্ঘ ক্যারিয়ারে যে এর আগে কখনো বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেননি তিনি! এর ফলে দুই থেকে আট পর্যন্ত সব পজিশনেই খেলা হয়ে যায় তার।
তবে সে পর্যন্তই। তাকে যে কারণে ওপরে তুলে আনা হয়েছিল, সে উদ্দেশ্যটা পূরণ করতে পারেননি সাকিব। ৯ রান করেছেন ১২ বল খেলে। উড়ন্ত সূচনাটাও পাওয়া হয়নি দলের। এর কিছু পরেই নাঈম শেখ ফিরেছেন জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে। তাতে পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।
এনইউ