টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে গেলে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টসের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড বলেছেন, ‘আমাদের সামর্থ্য আছে কিন্তু ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। দুইটা বদল এসেছে আমাদের দলে। সিমন্স নেই, অভিষেক হচ্ছে রস্টন চেজের। দলে জেসন হোল্ডারও ফিরেছে। গেইল ইনিংস উদ্বোধন করবে।’
বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘আমরা আগে বোলিং করব। তাদের লম্বা ব্যাটিং অর্ডার আছে। আমরা তাদের অল্পতে আটকে সেটা তাড়া করতে চাই। নুরুল ও নাসুম খেলবে না।’
স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। পরের দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে সুপার টুয়েলভে পৌঁছায় টাইগাররা। এই পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছেও হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে নুরুল হাসান সোহানের না থাকা নিশ্চিত হয়েছিল আগেই। বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদও। তাদের জায়গায় দলে এসেছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, ক্রিস গেইল, রসটন চেজ, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, রবি রামপল
এমএইচ