ভক্তদের শান্ত থাকতে বললেন রশিদ খান
বিশ্বকাপে এবার মুখোমুখি দুই প্রতিবেশী দেশ। পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচ হলেই সাম্প্রতিক সময়ে বেশ উত্তেজনা ছড়ায়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল আছে দুর্দান্ত ফর্মে। মাঠের লড়াইটা তাই জমবে বলে মনে হচ্ছে। তবে উত্তেজনা তো কেবল মাঠের ভেতরে নয়, বাইরেও ছড়ায় বেশ।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে লিডসে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার মাঠের বাইরে এমনকি গ্যালারিতেও সংঘর্ষে জড়িয়েছিলেন আফগানিস্তান ও পাকিস্তানের সমর্থকরা। তবে এবার যেন তেমন কিছু না হয়, সে আহ্বান আগে থেকেই জানিয়ে রাখলেন আফগানদের সবচেয়ে বড় তারকা রশিদ খান।
তিনি বলেছেন, ‘অবশ্যই পাকিস্তানের বিপক্ষে সবসময় ভালো ম্যাচ হয়। কিন্তু এটা শুধু খেলা হিসেবেই থাকা উচিত। আমি সব ভক্তদের শান্ত থেকে ম্যাচ উপভোগের আহ্বান জানাচ্ছি। ২০১৯ সালের ম্যাচে যেটা হয়েছে, সেটা যেন আর না হয়।’
এই টুর্নামেন্টের আগে বেশ চড়াই-উৎরাই পার করে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। তালেবানরা ক্ষমতা নিয়ে মেয়েদের ক্রিকেট বন্ধের সিদ্ধান্ত নেয়। তখন তাদের বিশ্বকাপ খেলতে না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন অনেকে। তবে সেসব ভুলে এখন ক্রিকেটেই মনোযোগ দিতে চান রশিদ।
তিনি বলেছেন, ‘আমাদের শুধুমাত্র বিশ্বকাপই মাথায় আছে। পাঁচটা ম্যাচ খেলবো, তিনটা জিততে হবে, এটাই। অন্য জায়গায় কী হচ্ছে সেটা নিয়ে আমরা ভাবছি না। অতীতে কী হয়েছে সেটা নিয়েও। সেটা আমাদের হাতে বা নিয়ন্ত্রণে নেই।’
রশিদ আরও বলেন, ‘আমাদের এগুলো নিয়ে ভাবা উচিত না। অতিরিক্ত চাপ নিতে চাই না। দল হিসেবে, আমরা বিশ্বকাপে কেবল ভালো ও আরও ভালো করার দিকেই নজর দিচ্ছি।’
এমএইচ