Messi : মেসির থাকার নিশ্চয়তা দিতে পারলেন না পিএসজি কোচ
বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি পিএসজিতে পাড়ি জমিয়েছেন অনেকদিন হলো। কিন্তু এখনও যেন নিজের চেনা ছন্দ খুঁজে পাচ্ছেন না লিওনেল মেসি। আক্রমণভাগে তার আরও দুই সঙ্গী কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়রের সঙ্গেও তালটা মিলছে না।
এর মধ্যেই আবার ইনজুরিতে পড়লেন এই আর্জেন্টাইন তারকা। লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে অনিশ্চিত তিনি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো জানিয়েছেন, পেশীতে অস্বস্তি থাকায় অনুশীলন করেননি মেসি।
তিনি বলেছেন, ‘মেসির সম্পর্কে বলতে গেলে, সে কোনো সমস্যা ছাড়াই খুব ভালো অনুশীলন করেছিল মার্শেই ম্যাচের পর। পেশীতে অস্বস্তি থাকায় সতর্কতা হিসেবে আজ অনুশীলন করেনি। কিন্তু কালকের ম্যাচের জন্য সে আমাদের হিসাবে আছে। দেখা যাক হয় নাকি।’
পিএসজিতে মেসির পজিশন নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। এ নিয়ে পিএসজি কোচ বলেছেন, ‘মেসির ওই সক্ষমতা আছে। সে যেকোনো পজিশনে খেলতে পারে মাঠে। কিন্তু এটা একটা বিকল্প হতে পারে। তবে তার সঙ্গে আরও ফোকাস ও বুদ্ধিদ্বীপ্ত খেলোয়াড় খুঁজাটাই ভালো হবে।’
মেসির সাবেক গুরু পেপ গার্দিওলার করা মন্তব্যও শুনেছেন বলে জানিয়েছেন পচেত্তিনো, ‘আমি শুনেছি গার্দিওলা তার ব্যাপারে কথা বলেছে। সে বলেছে, লিও সাত, নয়, দশ, এগারো, ছয় বা পাঁচ...যেকোনো পজিশনেই খেলতে পারে।’
এমএইচ