সাকিবদের উদ্দেশে মাশরাফি, তোমাদের ভালোবাসে বলেই এতো কথা
সমালোচনায় ঘিরে ধরেছে চারপাশ। সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি চায়ের দোকানেও রীতিমত মুণ্ডুপাত করা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। বিশ্বকাপের মঞ্চ বলেই সমালোচনাটা একটু বেশি। যেখানে প্রতিটি ম্যাচ হারের আগে হেরে বসছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। সমর্থকদের করা সমালোচনা একাবারেই নিতে পারছেন না সিনিয়র ক্রিকেটাররা। মাঠে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থদের হয়ে লড়ছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘সমালোচনা জীবনের একটা অংশ, এটা সহ্য করাও একটা আর্ট। যে যতো সমালোচনা নিতে পারে সে ততো ভালো থাকে। ঠিক এই মুহূর্তে তোমাদের সমালোচনা সবাই করবে এমনকি আমিও। তাতে তোমাদের কিছু যায়-আসার কথা নয়। শুধু তোমাদের চিন্তা করা উচিত তোমরা কি করতে চেয়েছিলে আর তা কেন করতে পারনি। পরের ম্যাচে যেন সেরাটা দিতে পার সেই চিন্তা করা শুরু করো। কারণ পরের ম্যাচটাও তোমরা বাংলাদেশের জন্যই খেলবে আর দেশের সবাই আবার নতুন কোন আশা নিয়ে খেলা দেখতে বসবে।’
সমর্থকদের সমালোচনার তোপে মাহমুদউল্লাহ, মুশফিক, সাকিবরা এতোটাই কোণঠাসা হয়েছেন যে বিশ্বকাপের সংবাদ সম্মেলনে দলের নবীন সদস্য নাসুম আহমেদকে সঁপে দেন সংবাদমাধ্যমের সামনে। মাশরাফি অয়ভ দিয়েছেন মাহমুদউল্লাহদের। নড়াইল এক্সপ্রেস জানিয়েছেন, সমর্থকরা ভালোবাসে বলেই এতো কথা বলে।
মাশরাফি ভাষায়, ‘কেউ গঠনমূলক সমালোচনা অথবা আরও বেশি নেতিবাচক কথা বলবে। তোমাদের ভালোবাসে বলেই এতো কথা বলে। নেক্সট ম্যাচেই সেরাটা দিয়ে জিতে আসলে দেখবা সবাই আনন্দে পিছনের জিনিস ভুলে যাবে। একমাত্র ইতিবাচক মানুষিকতাই সেরাটা বের করে আনতে পারবে আমার বিশ্বাস।’
সঙ্গে আরো যোগ করেন মাশরাফি, ‘মাঠে যা কিছুই ঘটুক না কেন তোমাদের পাশেই আছি। মনপ্রাণ দিয়েই থাকবো। সবাই বিশ্বাস করে তোমরাই আনন্দের উপলক্ষ। বাজে দিনকে ভুলে যাওয়াই উত্তম। তবে বাজে দিন যে শিক্ষা দিয়ে যাবে তা মনে রাখা আরও উত্তম। গুড লাক বাংলাদেশ ক্রিকেট। আল্লাহ ভরসা।’
টিআইএস