ভারত-পাকিস্তান সম্প্রীতিতে মুগ্ধ হেইডেন
মাঠের লড়াই শেষ, তবু ভারত-পাকিস্তান ম্যাচের রেশ যেন শেষই হচ্ছে না। এখনো আলোচনায় বিরাট কোহলি-বাবর আজমদের লড়াইটি। শেষ কিছু দিনে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যে বৈরিতার, তা বলাই বাহুল্য। তবে খেলোয়াড়রা যেন এসব থেকে অনেক দূরে। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্ত এরই মধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুই দলের খেলোয়াড়দের এমন সুন্দর আচরণে যারপনরাই মুগ্ধ পাকিস্তানের কোচ সাবেক ব্যাটিং গ্রেট ম্যাথু হেইডেন।
পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছে তারা। সেখানে হেইডেন বলেন, ‘পারফরম্যান্স ছাড়াও যেটা আমাকে মুগ্ধ করেছে তা হল দারুণ খেলোয়াড়সুলভ ভ্রাতৃত্ব।’
মাহেন্দ্র সিং ধোনী ও ভিরাট কোহলির আচরণ ভাল লেগেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটাই খেলাধূলার ভূমিকা। মহেন্দ্র সিং ধোনি পাকিস্তানি খেলোয়াড়দের সাথে সময় কাটালেন, ভিরাট এবং রিজওয়ান হাত মিলিয়ে গল্প করলেন। অথচ একটু আগেই তুমুল লড়াই চলছিল তাদের মাঝে। এই মুহূর্তগুলো খুবই সুন্দর।’
ভারতকে হারিয়ে দারুণ শুরুর পর নিউজিল্যান্ডকেও ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাবর আজমের দল। আগামী রবিবার এই কিউইদের বিপক্ষেই দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। আর পাকিস্তান আগামী ২৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচটি।
এআইএ/এনইউ