দুই ছক্কা মেরে নাসুম বুঝলেন, ভয় থাকলে ক্রিকেট হয় না
অনেক বড় স্বপ্ন নিয়ে এবার বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ দল। তবে বিশ্ব মঞ্চে নেমে শুরুতেই হোঁচট খায় মাহমুদউল্লাহ রিয়াদরা। প্রথম পর্বে নিজের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হার। তবে হার ছাপিয়ে আলোচনায় দলের ক্রিকেটারদের ‘অ্যাপ্রোচ’, খোদ বোর্ড সভাপতি কাঠগড়ায় তোলেন খেলোয়াড়দের।
সে সময় নাজমুল হাসান পাপন বলেন, ‘হার-জিত নিয়ে আমি চিন্তিত না। যেকোনো দল হারতে পারে, জিততে পারে। বিশেষ করে টি-টোয়েন্টি আরো বেশি আনপ্রেডিক্টেবল। কিন্তু যে জিনিসটা আমাকে আশ্চর্য করেছে এবং কষ্ট দিয়েছে তা হলো দলের খেলার অ্যাপ্রোচ ও অ্যাটিটিউড- কোনোটাই ঠিক ছিল না, কোনোভাবেই না।’
বিশ্বকাপে বাকি ম্যাচগুলোতে পূর্ণ ‘দল’ হিসেবে বাংলাদেশকে পাওয়া যায়নি। শরীরী ভাষায় দেখা যাচ্ছে না জয়ের ক্ষুধা। ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না। প্রতিটি রানের জন্য করতে হচ্ছে ‘মহা’ যুদ্ধ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও এর ব্যত্যয় ছিল না। তবে ব্যতিক্রম ছিলেন নাসুম আহমেদ। ১৯তম ওভারে ব্যাটিংয়ে নেমে আদিল রশিদকে ২টি ছয় ১ চার মারে আগ্রাসী ব্যাটিংয়ে। ৯ বলে ১৯ রানে অপরাজিত থাকে তিনি।
নাসুম পারলেও বাকিরা কেন বৃত্ত ভাঙতে পারছেন না? সংবাদমাধ্যমকে নাসুম বললেন ভয় থাকলে ক্রিকেট হয় না, ‘ভয় থাকলে ক্রিকেট হয় না। তবে আমরা তো চেষ্টা করছি।’
সুপার টুয়েলভে টানা দুই ম্যাচ হারের পরও আশা ছাড়ছেন না নাসুম। বাইরের সমালোচনায় কান দিচ্ছেন না বলে জানালেন, ‘আসলে বাইরে কী হচ্ছে না হচ্ছে এসব নিয়ে ভাবছি না। পারফর্ম কীভাবে করব এটা নিয়েই ভাবছি। বাইরে কী হচ্ছে এটা নিয়ে এত কথা বলছি না। ক্লান্তি বলতে একদিন পরপর খেলা তাও টি-টোয়েন্টি ফরম্যাট, তেমন একটা ধকল যাচ্ছে না। জিততে পারছি না, এজন্য একটু ইয়ে (খারাপ) লাগছে।’
সঙ্গে যোগ করেন নাসুম, ‘প্রত্যেক ম্যাচেই চেষ্টা থাকে একটা জয় যেন পেতে পারি। একটা ব্যাটসম্যান বা বোলার পারফর্ম করলে জেতার সুযোগ থাকে। একটা কথা আমি বারবার বলছি, আমরা চেষ্টা করছি, আমাদের দ্বারা হচ্ছে না।’
টিআইএস/এনইউ