নিজের ব্যাটে রান দেখতে চান নাঈম
দীর্ঘদিন ধরেই রান খরাই ভুগছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে সে ক্ষতি পুষিয়ে নেওয়া গেলেও বিশ্বকাপের মঞ্চে ভুগতে হচ্ছে বেশ। ব্যাট হাতে রান না পেলে যে আত্মবিশ্বাসে ঘটতি তৈরি হয়ে সেটি বেশ ভালোই বুঝতে পারছেন বাংলাদেশ দলের ওপেনার নাঈম শেখ। এজন্য নিজেই নিজের ব্যাটে রান দেখতে চান তিনি।
এক ভিডিও বার্তায় নাঈম বললেন, ‘আসলে সবসময়ই আমি চাই রান করতে। রান করলে যে কোন ব্যাটসম্যানের আত্মবিশ্বাস বেশি থাকে। কোন ইভেন্ট থাকলে তো আমার বেশি ফোকাস থাকে। ঘরোয়া থেকে আন্তর্জাতিক ইভেন্টে ফোকাসটা বেশি রাখতে হয় ধারাবাহিক রান করার জন্য। আসলে প্রতি ব্যাটসম্যানেরই ব্যাক্তিগত পরিকল্পনা থাকে। সেরকম আমারও আছে। আর উইকেট দেখেই তো অবশ্যই খেলতে হয়। উইকেট, কন্ডিশন দেখে নিজের পরিকল্পনার সঙ্গে অ্যাডজাস্ট করে এরপর ব্যাটিং করতে হয়।’
শুধু ব্যাটিংই নয়। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল হেরেছে মূলত ফিল্ডিংয়ের জন্য। লিটন দাস দুটি ক্যাচ ছেড়ে ম্যাচটি লঙ্কানদের উপহার দেন। নাঈমের বিশ্বাস, সামনের ম্যাচগুলোতে এসব ভুল থেকে বের হয়ে আসেব দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই ভালো করার প্রতিশ্রুতি নাঈমের কণ্ঠে।
নাঈম বলছিলেন, ‘দুবাই-ওমানের কন্ডিশন একইরকম। অনেক দিন এখানে আছি আমরা। তো এখানে আমরা কন্ডিশনের সঙ্গে অনেকটাই অ্যাডজাস্ট করেছি। আমারা কাল কোন একটা মিসটেকের কারণে জিততে পারিনি ইনশাআল্লাহ আমাদের ফোকাস থাকবে সামনের ম্যাচগুলোতে যেন তিনটা ডিপার্টমেন্টে ভাল করতে পারি।’
টিআইএস