সুপার টুয়েলভ আর ইতিহাস থেকে ১২৬ রান দূরে নামিবিয়া
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো নামিবিয়া এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে। তাতেই গড়া হয়ে গিয়েছিল ইতিহাস। সে ইতিহাসে আরও একটা পাতা যোগ হয়ে যেতে পারে আর ঘণ্টাদুয়েকের মধ্যে। অঘোষিত নকআউট ম্যাচে আয়ারল্যান্ডকে মাত্র ১২৫ রানেই আটকে দিয়েছে নামিবিয়া। সুপার টুয়েলভ নিশ্চিত করতে দলটির চাই আর মাত্র ১২৬ রান! তাহলেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সুপার টুয়েলভে চলে যাবে আফ্রিকান দেশটি।
অথচ পল স্টার্লিং আর কেভিন ও’ব্রায়েন যেভাবে শুরু করেছিলেন আইরিশ ইনিংস, তাতে মনে হচ্ছিল আইরিশরা বুঝি বিশাল রানের পাহাড়েই চাপা দিতে চলেছে নামিবদের, অধিনায়ক অ্যান্ড্রিউ বালবার্নি যেমনটা চেয়েছিলেন। তবে ২৪ বলে ৩৮ রান করে স্টার্লিং ফিরলে শুরু হয় আইরিশ দুর্দশার। এর কিছু পরে অন্য ওপেনার কেভিনও ফেরেন ব্যক্তিগত ২৫ রানে। রানের চাকা গতি হারিয়ে ফেলে এরপরই।
অধিনায়ক বালবার্নি অবশ্য একটা চেষ্টা করেছিলেন, তবে তার ইনিংসটাও শেষ দেখে ফেলেছে ২৮ বলে ২১ রান তুলেই। এরপর কেবল আইরিশদের ওপর চাপ ক্রমেই বাড়িয়েছে নামিবিয়া। শেষতক অলআউট না হলেও ব্যাট করতে নামা বাকি ৭ ব্যাটারের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। ফলে আয়ারল্যান্ডের পুঁজিটাও বড় হয়নি। আট উইকেট হারিয়ে ১২৫ রানে নির্ধারিত ২০ ওভার শেষ করেছে দলটি। নামিবিয়ার হয়ে ইয়ান ফ্রাইলিঙ্ক ৩টি ও আগের ম্যাচে দলের জয়ের নায়ক ডেভিড ভিসে নেন ২টি উইকেট।
এনইউ