সুপার টুয়েলভের প্রতিপক্ষ নিয়ে ভাবনা নেই মাহমুদউল্লাহদের
বেশ কাঠখড় পুড়িয়ে বিশ্বকাপের প্রথম পর্ব পার করেছে বাংলাদেশ দল। এবার লড়াই সুপার টুয়েলভের। যেখানে বাংলাদেশ লড়বে গ্রুপ-১ এ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে নামা ৪টি দল এই গ্রুপে আগে থেকে অবস্থান করছে। যেখানে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেট পরাশক্তিরা। এর সঙ্গে যুক্ত হতে পারে শ্রীলঙ্কা। সুপার টুয়েলভের গ্রুপ নিশ্চিত হওয়ার আগেই মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, প্রতিপক্ষ নিয়ে ভাবনা নেই তাদের।
বৃহস্পতিবার পাপুয়ানিউগিনির বিপক্ষে জয়ের পর সুপার টুয়েলভ নিশ্চিত হলেও জানা যায়নি কোন গ্রুপে পড়ছে বাংলাদেশ দল। পরে স্কটল্যান্ড নিজেদের শেষ ম্যাচে ওমানকে হারলে নিশ্চিত হয়, গ্রুপ রানার্সআপ হয়ে পরবর্তী রাউন্ডে গ্রুপ-১ এ যাচ্ছে টাইগাররা। গ্রুপ নির্ধারণ হওয়ার আগে মাহমুদউল্লাহ বলেন, ‘যে গ্রুপেই পড়ি, এটা নিয়ে ভাবনা নেই। ভালো খেলতে হবে এটাই মূল কথা।’
গ্রুপ রানার্সআপ হয়ে সুপার টুয়েলভে যাওয়ায় সূচি অনুযায়ী টানা খেলার ধকল সামলাতে হবে বাংলাদেশ দলকে। আগামী ২৪ অক্টোবর শারজাহতে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম পর্বে গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আছে শ্রীলঙ্কা। সুপার টুয়েলভে টাইগারদের প্রথম প্রতিপক্ষ তারাই। ২৭ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশের প্রতিপক্ষ ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২৯ অক্টোবর একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচের পর ২ ও ৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। সুপার টুয়েলভে ফ্লাডলাইটের আলোর নিচে কোন ম্যাচ নেই বাংলাদেশ দলের। প্রতিটি ম্যাচ হবে স্থানীয় সময় দুপুর ২টায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
সেমিফাইনাল নিশ্চিত করতে পারলে অবশ্য লম্বা বিরতি পাবেন মাহমুদউল্লাহ রিয়াদরা। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল আগামী ১০ নভেম্বর। দ্বিতীয়টি ১১ নভেম্বর। ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৪ নভেম্বর।
টিআইএস