messi : মেসি-রোনালদোদের জন্য আতঙ্ক বেনজেমা
এবার কার হাতে উঠবে ব্যালন ডি'অর? ফুটবলের বর্ষসেরা হওয়ার দৌড়ে নাম আছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর। জর্জিনহো, লেভানডফস্কিদের নিয়ে আলোচনা হলেও সাম্প্রতিককালে করিম বেনজেমার নামটা জোরেশোরে শোনা যাচ্ছে। গত ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে ভোটাভুটি, চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। ভোটের সময় শেষ হওয়ার আগে এল ক্ল্যাসিকোর লড়াইয়ে নামবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে বেনজেমার উপর আলাদা দৃষ্টি থাকবে ফুটবল বিশ্বের।
মাঠের পরিসংখ্যান বলছে, ব্যালন ডি'অরের দৌড়ে সবচেয়ে এগিয়ে ইতালি ও চেলসির মিডফিল্ডার জর্জিনহো। গত মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছে জাতীয় দল ও ক্লাবের হয়ে। চেলসির চ্যাম্পিয়নস লিগ এবং ইতালির ইউরো জয়ে বড় ভূমিকা রাখেন জর্জিনহো। ইতোমধ্যে এর দৃশ্যমান স্বীকৃতিও পেয়ে গেছেন তিনি। জিতেছেন উয়েফার বর্ষসেরার খেতাব। এবার ডি'অরের প্রতিযোগিতায় আছেন সম্মুখ সারিতে।
বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি নামটাও বেশ আলোচনায়। জার্মান লিগে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। তবে পোলিস স্ট্রাইকারের জাতীয় দলের অর্জনের খাতা শূন্য। এদিক বিবেচিনায় খানিক পিছিয়ে পড়েছেন লেভানডফস্কি।
মেসি-রোনালদোর নাম উঠে এলেও অর্জনের খাতা ভরাট নয় তাদের। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার ট্রফি জিতে ব্যালন ডি'অরের দৌড়ে সবার আগে নাম আসার কথা ছিল মেসির। তবে গত মৌসুমে বার্সার হয়ে কোপা ডেল রে জয় ছাড়া ক্লাবের হয়ে সাফল্য নেই তার। এই ট্রফিকে অনেকেই মৌলিক স্বীকৃতি দিতে নারাজ। তবে অনেকেই কোপা আমেরিকার ট্রফির জন্য এবারের ব্যালন ডি'অর মেসির হাতেই দেখছেন।
প্রতিযোগিতার দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো অবশ্য বেশ পিছিয়ে পড়েছেন। জুভেন্টাসের হয়ে হতাশার একটি মৌসুম পার করছেন সিআরসেভেন। তবে বছরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স আর অনেক রেকর্ড গড়েছেন রোনালদো। এজন্য ঘুরেফিরে আসছে তার নাম।
মেসি, রোনালদো, জর্জিনহো, লেভানডফস্কিদের আতঙ্ক এখন করিম বেনজেমা। ক্লাব ক্যারিয়ারে দলীয় অর্জনশূন্য বেনজেমা সম্প্রতি ফ্রান্সের উয়েফা নেশনস লিগ জয়ে ভূমিকা রেখেছেন। প্রাথমিক তালিকায় থাকা ফুটবলারদের মধ্যে ফরাসি স্ট্রাইকারই সবচেয়ে ধারাবাহিক পারফর্মার।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা মনে করছে, শেষ সময়ের ভোটাভুটিতে প্রভাব রাখতে পারে সন্নিকটে থাকা ফুটবল সূচি। যেখানে আগামী রোববার ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে লিভারপুলের বিপক্ষে। একইদিন মেসির পিএসজি লড়বে অলিম্পিক মার্শেইর বিরুদ্ধে। তবে রোববারের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ এল ক্ল্যাসিকো। ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হবে বেনজেমার রিয়াল মাদ্রিদ। ব্যালন ডি'অরের বাকি দুই সম্ভাব্য জয়ীর সামনে অবশ্য অত বড় ম্যাচ নেই।
টিআইএস