মেসি ঠিক পথেই আছে, আর্জেন্টাইনরা এখন তাকে সাহায্য করছে
টানা তিন ফাইনাল হারের গ্লানি ছিল লিওনেল মেসির সঙ্গী। যার শেষবার অবসরের কথা বলেও ফেলেছিলেন তিনি। তবে সে অভিমান টেকেনি, আর্জেন্টিনার হয়ে ফিরেছেন তিনি। জিতেছেন শিরোপাও। সে শিরোপাজয়ের কারণ হিসেবে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক মারিও কেম্পেস জানালেন, মেসি আর্জেন্টিনায় এখন একা নন। বাকিরাও তাকে সহায়তা করেন।
১৯৭৮ বিশ্বকাপ বিজয়ের নায়ক সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘কোপা আমেরিকা জয়টা দলটাকে শক্তিশালী করেছে। অনেকগুলো চেহারা বদলে গেছে, তারা এখন আর ‘বন্ধুদের’ কোনো দল নয়।’
তিনি আরও যোগ করেন, ‘ছেলেরা এখন জানে, বিশ্বসেরা খেলোয়াড় তাদের সঙ্গে খেলে কিন্তু নিজেদের ব্যক্তিত্বের কারণে নিজেরাও এখন দলে অবদান রাখছে। এটা আর্জেন্টিনার জন্য বেশ বড় উপকারই করেছে।’
২০১৪ বিশ্বকাপ থেকে ২০১৬ কোপা আমেরিকা পর্যন্ত দলকে একাই টেনে গেছেন মেসি। তবে ফাইনালে প্রতিপক্ষ তাকে বোতলবন্দি করে ফেললে কাজের কাজটা করার মতো কাউকে খুঁজে পাওয়া যেত না। সেটা টানা তিন ফাইনালেই ঘটেছে।
তবে ২০২১ কোপা আমেরিকায় তেমনটা ঘটেনি। যে গোলটা করেছেন আনহেল ডি মারিয়া, তাতে মেসির ছোঁয়া ছিল না একটুও। শুধু তাই নয়, টুর্নামেন্টের শুরু থেকে শেষতক দলের রক্ষণ, মাঝমাঠও ছিল বেশ শক্তপোক্ত। যেই এসেছেন, পারফর্ম করেছেন। আর সে কারণেই মারিও কেম্পেসের চোখে এই আর্জেন্টিনা এখন ভিন্ন এক আর্জেন্টিনা। দলের বৈশিষ্ট্যটা তার চোখে, ‘মেসি ঠিক পথেই আছে। পার্থক্যটা হচ্ছে, আর্জেন্টিনা এখন তাকে সাহায্য করছে।’
এনইউ