সাকিবের সঙ্গে ‘কথা বলতে’ মুখিয়ে আছেন পিএনজির আমিনি
সাকিব আল হাসান বিশ্বনন্দিত ক্রিকেটার। সময়ের সেরা এই অলরাউন্ডার নিজের সামর্থ্যের একটা ছোট্ট নমুনা দেখিয়েছেন ওমানের বিপক্ষে। ব্যাটে বলে পারফর্ম করে দলকে জিতিয়েছেন, নিজে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এমন পারফর্ম্যান্স অবশ্য শেষ দশ বছরে কম দেখাননি তিনি। সে কারণেই কিনা, প্রতিপক্ষকেও তার ভক্তে পরিণত করছেন বাংলাদেশি এই জীবন্ত কিংবদন্তি।
কাল বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি পাপুয়া নিউ গিনির। প্রতিপক্ষের ওপর মানসিক চাপ বাড়াতে কোথায় কথার ফুলঝুরি ছোটাবেন পিএনজির ব্যাটার চার্লস আমিনি, তা না করে তিনি কিনা বুঁদ হয়ে রইলেন সাকিব স্তুতিতে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জানালেন, সাকিবের সঙ্গে কথা বলতে মুখিয়ে আছেন তিনি। জানতে চান বাঁহাতি অলরাউন্ডারের ক্রিকেটীয় চিন্তা, রুটিন এসব সম্পর্কে।
আমিনি বলেন, ‘অবশ্যই আমি বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে পছন্দ করবো। বিশেষ করে সাকিবের সঙ্গে। সম্প্রতি তিনি বিশ্বের সেরা টি-টোয়েন্টি উইকেট সংগ্রাহক হয়েছেন এবং সে আমার মতো বাঁহাতি। সে অনেক অভিজ্ঞ, বিশ্বজুড়েই খেলেছে। আমি তার সঙ্গে একটু আলাপ করতে চাই। ক্রিকেটে তার চিন্তা, কি রুটিনে কাজ করেন এসব নিয়ে কথা বলতে চাই।’
শুধু সাকিবই নয় অবশ্য, পুরো বাংলাদেশ স্কোয়াড থেকেই কিছু না কিছু শিখতে চান আমিনি। বললেন, ‘আমরা সব বাংলাদেশি ক্রিকেটারদের থেকেই কিছু শিখতে চাই। যেমন শ্রীলঙ্কার সঙ্গে যখন আমরা খেলছিলাম শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে আমাদের ড্রেসিংরুমে এসেছিলেন। তিনি আমাদের সঙ্গে কথা বলেন, পরামর্শ দেন কিভাবে রান তাড়া করতে হয়। এগুলো আমাদের অভিজ্ঞতার জন্য খুব কাজে দিয়েছে।’
টিআইএস/এনইউ