বিশ্বকাপ শুরুর ঠিক আগে উইন্ডিজ শিবিরে ইনজুরির ধাক্কা
সর্বশেষ বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। বিশ ওভারের খেলার অঘোষিত ফেবারিট তারা। কিন্তু নিজেদের মিশন শুরু করার আগেই ফ্যাবিয়ান অ্যালেনের ইনজুরিতে কিছুটা হোচট খেল ওয়েস্ট ইন্ডিজ। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি আনঅর্থোডক্স স্পিনার আকিল হোসেন।
আইসিসির টেকনিকাল কমিটির অনুমতি পেয়ে ১৫ সদস্যের মূল দলে আকিলকে অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এদিকে গোড়ালির ইনজুরিতে ছিটকে যাওয়া অ্যালেনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক বলেন, ‘আমি জানি সে বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে ছিল। ব্যাপারটা খুবই দুঃখজনক। তার অলরাউন্ড পারফরম্যান্স দল মিস করবে। তার দ্রুত সুস্থতা কামনা করি।’
অ্যালেনের বদলি হিসেবে সুযোগ পাওয়া আকিল ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেছেন মাত্র ছয়টি টি-টোয়েন্টি। সর্বশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে(সিপিএল) ১১ ম্যাচে ১৩ উইকেট নিয়ে নির্বাচকদের নজরে পড়েন তিনি। সদ্য সমাপ্ত হওয়া আইপিলেরও অংশ ছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সে নেট বোলারের ভূমিকা পালন করেছেন দ্বিতীয় পর্বে।
প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে ক্যারিবিয়ানরা। আফগানিস্তানের সাথে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে কাইরন পোলার্ডের দল। ২৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন।
এআইএ/এনইউ