পাপনের পরামর্শেই ওমান ম্যাচে ‘ইনভলভড’ সাকিব
বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বসে বাংলাদেশ দল। এরপর রীতিমত রুদ্রমূর্তি ধারণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। হার নিয়ে যতটা না আক্ষেপ তার, ক্রিকেটারদের প্রচেষ্টার অভাবে তার থেকে বেশি কষ্ট পেয়েছেন বলে জানান। স্কটল্যান্ড ম্যাচের পরদিন এবং ওমান ম্যাচের আগেরদিন কয়েকজন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেন পাপন।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি বলেছি সবার সাথে বসে কথা বলতে। সাকিবকে আরও বেশি ইনভলভ হতে বলেছি খেলোয়াড়দেরকে মোটিভেট করার জন্য।’
ওমান ম্যাচে সাকিবকে অনেক বেশি তৎপর দেখা গেছে। মাঠে অধিনায়ক থাকলেও বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিং পরিবর্তন- সবকিছুতেই সরব উপস্থিতি ছিল তার। ম্যাচ শেষে সাকিব জানালেন, পাপনের পরামর্শেই ওমান ম্যাচে ‘ইনভলভড’ ছিলেন তিনি।
সংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব বললেন, ‘পাপন ভাই অনেক ইনভলভড থাকেন। স্বাভাবিকভাবেই উনার পরামর্শ সবার সাথে শেয়ার করেন। আমরাও চেষ্টা করি পালন করার। অনেক সময় কাজে আসতে পারে, অনেক সময় কাজে না-ও আসতে পারে। মাঝেমাঝে এমন পরামর্শ খারাপ না আসলে, ভালোই।’
স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারের পর মঙ্গলবার ওমানের বিপক্ষে হারলেই বিশ্বকাপ যাত্রা থমকে যেত টাইগারদের। সেই শঙ্কাও জেগেছিল। শেষ পর্যন্ত রক্ষা লাল-সবুজের প্রতিনিধিদের। ম্যাচে ওমানকে ২৬ রানে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো টাইগাররা।
এই জয়ে কতটু স্বস্তিতে আছে দল? সাকিবের উত্তর, ‘অবশ্যই একটু স্বস্তির জয়। এই জয়ের কারণে ড্রেসিংরুমের আবহটা আরও ভালো হবে বলে আমি মনে করি। স্কটল্যান্ডের সাথে আমাদের হারটা দুঃখজনক ছিল। স্কটল্যান্ড যেভাবে খেলেছে তাদের কৃতিত্ব দিতে হবে। আজকে ওমানও খুব ভালো ক্রিকেট খেলেছে। আমাদের অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে ম্যাচে কামব্যাক করার জন্য। আমার মনে হয় এই জয় আমাদের একটু হলেও স্বস্তি দিবে।’
টিআইএস/এনইউ