ব্রাজিলিয়ান কৌতিনিওর ওপর সবসময়ই ভরসা ছিল কোম্যানের
বড় আশা নিয়েই লিভারপুল থেকে ব্রাজিলিয়ান কৌতিনিওকে নিয়ে এসেছিল বার্সেলোনা। কিন্তু দলটির হয়ে আলো ছড়াতে পারেননি তিনি। সাম্প্রতিক সময়ে বেশির ভাগ সময়ই তার ইনজুরিতে কেটেছে মাঠের বাইরে।
শুক্রবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানের জয় পায় বার্সেলোনা। ম্যাচে বদলি হিসেবে নেমে এক গোল করেন কৌতিনিও। ভ্যালেন্সিয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে বার্সা কোচ কোম্যান বলেছেন, কৌতিনিওর ওপর সবসময়ই ভরসা ছিল তার।
তিনি বলেছেন, ‘ সে যখন মাঠে নামে এটা খুব ভালো ছিল। তার স্বাধীনতা থাকায় আমরা ম্যাচটা আরও ভালো নিয়ন্ত্রণ করতে পেরেছি। সে জানে কীভাবে গোল করতে হয়। সে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কারণ আমার সবসময়ই কৌতিনিওর ওপর বিশ্বাস ছিল। শারিরীকভাবে সে দিন দিনই ভালো হচ্ছে।’
এই ম্যাচে ডি বক্সে ফাতিকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা। এই পেনাল্টি নিয়ে কোম্যান বলেছেন, ‘আপনার দ্বিধা থাকতেই পারে পেনাল্টি কি না এ নিয়ে। রেফারি বাঁশি বাজিয়েছে, ভিএআরেরও দরকার হয়নি। তাই এটা পেনাল্টিই।’
এই ম্যাচে অভিষেক হয়েছে সার্জিও আগুয়েরোর। তাকে নিয়ে কোম্যান বলেছেন, ‘সে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় মান ও অভিজ্ঞতার দিক থেকে। আমরা তাকে সময় দিতে চাই আর সে দলকে সাহায্য করার জন্য শারিরীকভাবেও উন্নতি করছে। এটা মানের নয়, ফিটনেসের ব্যাপার।’
এমএইচ