দুরন্ত ফাতি জেতালেন বার্সাকে
বার্সেলোনা পিছিয়েই পড়েছিল। নিজ মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারের শঙ্কাটাও মাথাচাড়া দিয়ে উঠেছিল তাতে। বার্সাকে শেষমেশ সে শঙ্কা থেকে উদ্ধার করলেন আনসুমানে ফাতি। গোল করে দলকে ফেরালেন সমতায়। এরপর এক পেনাল্টিও পাইয়ে দিলেন। এরপর ব্রাজিলিয়ান ফেলিপে কৌটিনিওর গোলে বার্সা পেল ৩-১ গোলের দারুণ এক জয়।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর বার্সেলোনা বরাবরই বেশ নড়বড়ে পারফর্ম করে। সেটা লিওনেল মেসি, লুই সুয়ারেজ, নেইমারদের আমলেও হয়েছে নিয়মিতই। সেটা হলো আজও। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সা শুরুতে বেশ অস্বস্তিকর এক সময়ই কাটিয়েছে। চতুর্থ মিনিটের গোলটাও তারই ফসল।
কর্নার হজম করেছিল বার্সা। সেটা ঠিকঠাক ক্লিয়ারও করতে পারেনি। বক্সের বাইরে জটলার সামনে থেকে হোসে গায়া করে বসলেন শটটা। সেটাই বার্সার রক্ষণ ভেঙে আছড়ে পড়ল জালে।
গোলমুখে ব্যর্থতা শেষ অনেকদিন ধরেই ভোগাচ্ছিল দলটাকে। বিশেষ করে একটা গোল হজম করে বসলে তো বটেই। চলতি মৌসুমে একটা ম্যাচেও শুরুতে গোল হজম করে জয়ের মুখ দেখেনি কাতালানরা, সেটা তো ফরোয়ার্ডদের দোষেই।
তবে এদিন এই সমস্যায় পড়ল না দলটা। কারণ দলটার যে এখন একজন আনসু ফাতি আছেন! চোট কাটিয়ে ফিরেছেন, এরপর ভ্যালেন্সিয়া ম্যাচের আগে খেলেছেন মাত্র ৩৬ মিনিট। তাতেই করে ফেলেছিলেন এক গোল। এদিন পেলেন দ্বিতীয়টাও। ম্যাচের ১২তম মিনিটে মেম্ফিস ডিপাইয়ের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে করলেন অসাধারণ এক ফিনিশ, তাতেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটিতে সমতা ফেরায় কোচ কোম্যানের দল।
বিরতির কিছু আগে দলটা তাদের দ্বিতীয় গোলও পেয়েছে এই ফাতির সৌজন্যেই। বল পায়ে বক্সে দারুণ এক সুযোগই পেয়েছিলেন তিনি। কিন্তু পেছন থেকে তাকে ফাউল করে বসেন গায়া। ফলে বার্সা পায় পেনাল্টি, সেখান থেকে মেম্ফিসের আগুনে শটে এল গোলটা। বিরতিতেও যায় এই ব্যবধানে এগিয়ে থেকেই।
দ্বিতীয়ার্ধে গোল না পেলেও ফাতি কাছাকাছি গিয়েছিলেন ৫০তম মিনিটে। কিন্তু সাবেক বার্সা গোলরক্ষক ইয়াসপের সিলেসেনের দারুণ এক সেভ সে যাত্রায় বঞ্চিত করে তাকে। এরপর অবশ্য বারদুয়েক আক্রমণে এসে ভ্যালেন্সিয়াও জানান দিয়ে গেছে নিজেদের সামর্থ্য। তাই তৃতীয় একটা গোলের দরকার ছিল বার্সার।
সে উদ্দেশ্যেই কিনা, ফাতিকে তুলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফেলিপে কৌটিনিওর দ্বারস্থ হন কোচ। তার আস্থার প্রতিদানটাও খুব ভালোভাবেই দিয়েছেন তিনি। এদিন উইঙ্গার হিসেবে খেলা রাইটব্যাক সার্জিনিও ডেস্টের কাটব্যাক থেকে দারুণ এক গোল করেন কৌটিনিও। তাতেই বার্সার জয় নিশ্চিত হয়ে যায়।
এই জয়ের ফলে বার্সা উঠে এসেছে লা লিগা পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। বর্তমানে ৮ ম্যাচ থেকে দলটির সংগ্রহ ১৫ পয়েন্ট। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের সংগ্রহ ২০ পয়েন্ট, তারা ম্যাচ খেলেছে একটি বেশি। একটি করে ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, আর সেভিয়ার সংগ্রহ সমান ১৭ পয়েন্ট।
এনইউ