বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ কেমন হবে
কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, টুর্নামেন্টের শুরুটা ভালো করতে মরিয়া তার। সে লক্ষ্যে আজ (রোববার) কেমন হবে বাংলাদেশ দলের একাদশ?
বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে বিশ্বকাপে গেছে টাইগাররা। তবে আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে হার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে টাইগার শিবিরে। জিম্বাবুয়ে সফর থেকে ফেরার পর বাংলাদেশ দলের দুশ্চিন্তার নাম ব্যাটিং বিভাগে। ওপেনিং থেকে লোয়ার অর্ডার, ধারাবাহিকভাবে রানের দেখা পাচ্ছেন না কেউ। রান খরা কাটছেই না দলের অভিজ্ঞ ব্যাটসম্যানদের ব্যাটে।
সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে ওপেনিংয়ে। সেখানে স্কটল্যান্ডের বিপক্ষে আসতে পারে পরিবর্তন। নাঈম শেখকে এ ম্যাচে নাও দেখে যেতে পারে। প্রস্তুতি ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন সৌম্য সরকার। তাকেই নিয়েই ইনিংস শুরু করতে পারেন লিটন দাস। তিন, চার, পাঁচ, ছয়, সাতে দেখা যেতে পারে- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানকে। আট নম্বরে দেখে মিলতে পারে শেখ মেহেদী হাসান অথবা শামীম পাটোয়ারির মধ্যে একজনকে।
যেহেতু স্পিনার কম নিয়ে খেলার ইঙ্গিত দিয়েছেন মাহমুদউল্লাহ, সেক্ষেত্রে পরের তিনজন হতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
অথচ এসব সমীকরণ বদলে যেতে পারে উইকেটের চরিত্র বিবেচনায়। ম্যাচের আগে কেমন থাকে ওমানের মাসকটের আল আমেরাত স্টেডিয়াম, সেটির উপর নির্ভর করছে টাইগারদের মূল একাদশ।
এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
টিআইএস/এটি