অসুস্থ বাবা-মাকে দেখতে বাড়ি ফিরতে চান আর্জেন্টিনা কোচ
তার হাত ধরেই শেষ হয়েছে আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষা। শুরুতে তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও শেষ অবধি লিওনেল স্ক্যালোনিই কাণ্ডারি হয়েছেন আলবিসেলেস্তেদের। তার অধীনেই এখন দারুণ ফুটবল খেলছে আর্জেন্টিনা।
টানা ২৫ ম্যাচ ধরে অপরাজিতও আছে স্ক্যালোনির দল। তবে ব্যক্তিগত জীবনে বেশ চড়াই-উৎরাই পার করছেন তিনি। বাবা-মা দুজনেই অসুস্থ। শুক্রবার পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা।
এই ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে স্ক্যালোনি বলেছেন, ‘আমি প্রথম যে জিনিসটা চাই, বাড়ি ফিরতে। আমি আমার পরিবারকে অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না। খুব একটা ভালো অবস্থায় নেই এসব বিষয়ে ভাবার জন্য।’
এর আগে কোপার শিরোপাও মাকে উৎসর্গ করেছিলেন স্ক্যালোনি। তিনি তখন বলেছিলেন, ‘আমি শিরোপা জয়টা আমার মাকে উৎসর্গ করতে চাই। যিনি কয়েকদিন আগেই খুব মুমূর্ষ অবস্থায় ছিলেন আর এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন।’
এর কয়েকদিন পর বাবাকে নিয়ে স্ক্যালোনি বলেন, ‘আমার বাবা কয়েক বছর আগে স্ট্রোক করেছিল। আমরা যখন সৌদি আরবে ব্রাজিলের বিপক্ষে খেললাম। শেষ মুহূর্তের গোলে আমরা জিতলাম। তখন আমি বাসায় ফিরে বাবাকে ভিডিও কল দিলাম। তাকে খুব অদ্ভুত লাগছিল, কথাও কেমন করে যেন বলছিলেন। পরে তারা আমাকে জানায় বাবা স্ট্রোক করেছেন। এখন যেকোনো কিছু হলেই আবেগী হয়ে যাই, তিনি আরও বেশি।’
এমএইচ