আইপিএলের ফাইনালে মাঠে আছেন পাপন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের প্রতিনিধি ছিলেন দুজন। এর মধ্যে রাজস্থান রয়্যালস বিদায় নেওয়ায় মুস্তাফিজুর রহমান ইতোমধ্যেই যোগ দিয়েছেন জাতীয় দলের সঙ্গে। সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স অবশ্য খেলছে ফাইনালে।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এই ম্যাচে কলকাতার একাদশেও আছেন তিনি। আইপিএলের ফাইনাল দেখতে মাঠে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও।
শুক্রবার এই ম্যাচ চলাকালীন টিভি ক্যামেরায় দেখা যায় তাকে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সেক্রেটারি জয় শাহর পাশে বসেছিলেন তিনি।
মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যোগ দিতে দুবাইয়ে আছেন পাপন। সেখানেই হচ্ছে আইপিএল ফাইনাল। আগামী রোববার ওমানে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। ওই ম্যাচেও অনুপ্রেরণা দিতে মাঠে থাকার কথা রয়েছে তার।
আইপিএল ফাইনালে অবশ্য ভালো করতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সাকিব আল হাসান। ৩ ওভারে ৩৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। সাকিবের দল কলকাতাকে আগে ব্যাট করে ১৯৩ রানের বড় লক্ষ্য দিয়েছে চেন্নাই।
এমএইচ