নেইমারের গোলে এগিয়ে ব্রাজিল
শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র করে বিশ্বকাপ বাছাইয়ের জয়রথ থেমেছিল ব্রাজিলের। প্রতিযোগিতাটিতে প্রথমবারের মতো পয়েন্ট হারায় সেলেসাওরা। এক ম্যাচ পরই নিজেদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে রাখলেন নেইমাররা।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুক্রবার শক্তিশালী উরুগুয়ের মুখোমুখি হয়েছে ব্রাজিল। প্রথমার্ধ শেষে নেইমার ও রাফিনহার গোলে ২-০ তে এগিয়ে আছে তিতে শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলে ব্রাজিল।
ফলও পেয়ে যায় দ্রুত। ১০ম মিনিটে গোল করেন দলটির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। ফ্রেডের থ্রু বল ধরে ছয় গজ বক্সের ভেতর থেকে গোল করেন তিনি। দ্বিতীয় গোলের জন্যও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে।
১৮তম মিনিটে বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। ৩৯ মিনিটে নেইমারের আরও একটি দারুণ প্রচেষ্টা থামিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক।
৪৪তম মিনিটে গোল পেতে পারত উরুগুয়েও। কিন্তু ব্রাজিল গোলরক্ষকের কল্যাণে কোনো গোল হজম করতে হয়নি তাদের। মাথিয়ান ভেকেনার হেড থামিয়ে দেন তিনি। প্রথমার্ধের ৫৯শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখেছে ব্রাজিল।
এমএইচ