বিশ্বকাপের নতুন জার্সিতে বিরাট কোহলিরা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রায় সব দলই তাদের জার্সি উন্মোচন করেছে। অপেক্ষার প্রহর ছিল বিশ্ব ক্রিকেটের সব চেয়ে বড় ক্রিকেট খেলুড়ে দেশ ভারতের জার্সি নিয়ে। কবে কখন তাদের জার্সি উন্মোচন হবে? অবশেষে বিরাট কোহলিদের জার্সি উন্মোচন হল।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় নিজেদের জার্সির ছবি প্রকাশ করেছে। বিসিসিআই তাদের টুইটে অধিনায়ক কোহলিসহ দলের আরো ৪ ক্রিকেটারকে এক ফ্রেমে রেখে ছবিটি প্রকাশ করে।
ছবির ক্যাপশনে লেখা ‘এই জার্সি কোটি ভক্তের উৎসাহে অনুপ্রাণিত হয়ে তৈরি করা।’ ছবিতে কোহলির পাশাপাশি রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল ও জাসপ্রিত বুমরাহ রয়েছেন। ভারতীয় ক্রিকেট নিয়ে ম্যানচেস্টার টেস্টের পর থেকে যেন আলোচনা থামছেই না। এরপর কোহলির আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছেড়ে দেওয়া নিয়ে শুরু হয় নতুন সমালোচনা। এসব কিছু নিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করার পথে ভারতীয় বিসিসিআই।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কোহলিদের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ অক্টোবর।
এমএফ/এটি