মালদ্বীপ ম্যাচে দু’জনকে পাচ্ছে না বাংলাদেশ, দুশ্চিন্তায় অস্কার
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর ভারতের বিরুদ্ধে দারুণ এক ড্র, তাতেই বাংলাদেশের ফাইনাল খেলার আশা বেড়েছে অনেকটা। পরের ম্যাচ স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। সেই ম্যাচে গত দুই ম্যাচ একাদশে থাকা দুই ফুটবলারকে পাচ্ছে না বাংলাদেশ।
ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ সরাসরি লাল কার্ড দেখায় স্বাভাবিকভাবেই আগামী ম্যাচে নেই। টানা দুই ম্যাচে কার্ড দেখেছেন মিডফিল্ডার রাকিব হোসেন। ফলে বিশ্বনাথের মতো তিনিও খেলতে পারবেন না৷ জ্বরের জন্য আরেক ডিফেন্ডার রেজা গত দুই ম্যাচে স্কোয়াডেই ছিলেন না৷
নিয়মিত একাদশের দুই ফুটবলার মালদ্বীপ ম্যাচে না পাওয়া অস্কারের জন্য বড় চিন্তার কারণ। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের জায়গায় তার হাতে একাধিক বিকল্প রয়েছে রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান রাফি। মিডফিল্ডে রাকিব খুব কার্যকর ছিলেন। তার ফাঁকা জায়গাটা সোহেল রানাকে দিয়ে পূরণের একটা চেষ্টা করতে পারেন অস্কার৷
দুই ফুটবলার না পাওয়া প্রসঙ্গে অস্কার বলেন, ‘তাদের দুই জন ছাড়াই আমাদের প্রস্তুত হতে হবে মালদ্বীপ ম্যাচের জন্য। সময় আছে আর দুই দিন।’ আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের প্রতিনিয়ত কার্ড দেখা একটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত একাদশের দুই ফুটবলারের শূন্যতা পূরণটাও মালদ্বীপের বিপক্ষে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের।
এজেড/এনইউ/এটি