মঙ্গলবার ওমানে বিশ্বকাপ প্রস্তুতি শুরু মাহমুদউল্লাহদের
অনেক ঝড়ঝাপটা পেরিয়ে রোববার মধ্যরাতে বিশ্বকাপের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। টুর্নামেন্টের প্রথম পর্বের ভ্যেনু ওমানে গিয়ে পৌঁছায় ভোরে। সেখানে আজ (সোমবার) একদিনের কোয়ারেন্টাইন পালন করে টাইগাররা। করোনাভাইরাস নেগেটিভ হওয়া সাপেক্ষে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ওমানে প্রথমবারের মতো অনুশীলনে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদরা। এই প্রস্তুতি পর্বের মধ্য দিয়েই বাংলাদেশ দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বপকাপের মূল প্রস্তুতি শুরু হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) মাসকাটের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করবে বাংলাদেশ দল।
মাসকাটে সাংরি-লা আল হুসন রিসোর্ট অ্যান্ড স্পাতে উঠেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানেই একদিনের রুম কোয়ারেটাইন চলছে মুশফিকুর রহিম, সৌম্য সরকারদের। ঢাকা থেকে প্রতেক্যেই কোভিড নেগেটিভ হয়ে ওমানে গিয়েছেন। সেখানে গিয়ে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন সবাই। এই পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে অনুশীলনে নামতে পারবেন ক্রিকেটাররা।
আগামীকালের মতো ৬ ও ৭ অক্টোবর দুপুর দেড়টায় ওমানে অনুশীলন করবে বাংলাদেশ। এরপর ৯ অক্টোবর দল উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ১০ তারিখে কোয়ারেন্টাইন শেষে ১১ তারিখে অনুশীলনে নামবে টাইগাররা। পরের দিন অর্থাৎ ১২ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ৩ অক্টোবর আবার অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটের আলোর নিচে অনুশীলন। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এরপর ১৯ অক্টোবর প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা। ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। এই ম্যাচটি হবে স্থানীয় দুপুর ২টায়।
টিআইএস