নেপালি লিগে রানে ফিরলেন তামিম
নেপালের ফ্রাঞ্চাইজি লিগে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের সেরা ওপেনার তামিম ইকবালের। তবে এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ সোমবার নিজের চেনা ছন্দে ফিরেছেন তামিম। ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ও প্রদীপ আইরে উদ্বোধনী জুটিতে গড়েছেন শতরানের পার্টনারশিপ।
তামিম-প্রদীপের ঝড়ো ব্যাটিং থামে ১১তম ওভারে তামিমের উইকেট পতনে। ১০৬ রানের এই পার্টনারশিপে তামিম করেন ৩০ বলে ৪০ রান। যেখানে ছিল ৫টি চার ও ১টি ছয়ের মার।
এর আগে নেপালি লিগে নিজের চেনা ছন্দে দেখা যায়নি বাংলাদেশের এই ব্যাটারকে। ভাইরাহাওয়া ওয়ারিয়র্সের হয়ে তৃতীয়বারের মতো ব্যাটিংয়ে নেমে রানের দেখা পেয়েছেন তামিম। ১৬৫ রানের লক্ষ্যে তামিম ও আইরের ঝড়ো শুরুর উপর ভর করে ১৩ বল হাতে রেখেই জয় পেয়ে যায় ভাইরাহাওয়া।
নেপালের ত্রিভূবন মাঠে টসে জিতে ব্যাটিংয়ে যায় চিতওয়ান টাইগার্স। আফগান ব্যাটার মোহাম্মাদ শেহজাদ ও করিম জানাত দলকে ভালো একটি সূচনা এনে দেন। ইনিংসের শেষের দিকে শ্রীলঙ্কান সেকুগে প্রসন্নার ঝড়ো ব্যাটিংয়ে ১৬৪ রানের সংগ্রহ পায় টাইগার্স। ওয়ারিয়র্সের হয়ে বল হাতে ৩টি উইকেট নেন অভিনাশ বোহরা।
এই জয়ের ফলে ৪ ম্যাচে দুই জয় ও দুই ড্র নিয়ে পয়েন্টস তালিকায় দুই নম্বরে উঠেছে তামিমের দল। ভাইরাহাওয়ার পরবর্তী ম্যাচ কাঠমান্ডু ইলেভেনের বিপক্ষে আগামীকাল মঙ্গলবার।
এমএফ/এটি