ভারতের বিপক্ষে গোল করতে মুখিয়ে আছেন সাদ
শেষ কয়েক বছরে মধ্যে বাংলাদেশ ফুটবল দলের একমাত্র সুখস্মৃতি ভারতের মাটিতে ১-১ ড্র। সেই একমাত্র গোলটি ছিল সাদ উদ্দিনের। বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে খেলতে পারেননি সাদ উদ্দিন। জুনে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই ম্যাচে ইনজুরির জন্য ছিটকে যান সাদ।
এবার সাফ চ্যাম্পিয়নশিপে স্কোয়াডে রয়েছেন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে গোল করতে পারেননি। তবে দ্বিতীয়ার্ধে তিনি নামার পর দলের আক্রমণে ধার বেড়েছে। আগামীকাল ভারতের বিপক্ষে জুয়েল রানার পরিবর্তে সাদ উদ্দিনের একাদশে খেলা প্রায় নিশ্চিত। সাদ আবারও ভারতের বিরুদ্ধে গোল করতে চান, ‘কোচ যদি দলে সুযোগ দেন। তাহলে আবারও গোল করতে চাই।’
সাদ উদ্দিন বাংলাদেশের ফুটবলে পরিচিত নাম গত কয়েক বছরে। তবে ভারতের বিরুদ্ধে গোলের পরেই মূলত তিনি তারকাখ্যাতি পান। ভারতের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে সিলেটের এই ফুটবলার, ‘ভারতের বিরুদ্ধে খেলা সব সময় উপভোগ্য। কাতারে ইনজুরির জন্য খেলতে পারিনি। এবার ফিট আছি। আশা করি সল্টলেকের পুনরাবৃত্তি করতে পারব।’
শ্রীলঙ্কার ম্যাচের একাদশ থেকে ভারতের একাদশে পার্থক্য হবে ইঙ্গিত দিয়েছেন কোচ অস্কার, ‘দল ভেদে অবশ্যই একাদশে পরিবর্তন আসতে পারে।’ সেই পরিবর্তনের মধ্যে জুয়েলের জায়গায় সাদের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত। ভারতের বিরুদ্ধে ফরমেশনও পরিবর্তন আসতে পারে। চার ডিফেন্ডারের পাশাপাশি দুই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলালে সেক্ষেত্রে একাদশে শুরু থেকে জামালের সঙ্গে থাকতে পারেন আতিকুর রহমান ফাহাদ। কোচ অস্কার কিভাবে পরিকল্পনা করছেন সেটা আগামীকাল দুপুরেই পরিষ্কার হওয়া যাবে।
এজেড/এনইউ