‘ব্যারিয়ার’ ভাঙতে দোয়া চেয়ে বিশ্বকাপ মিশনে যাচ্ছে বাংলাদেশ
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে হারিয়ে বাজিমাত করে বাংলাদেশ দল। তবে সেই হুংকার ধরে রাখতে পারেনি টাইগাররা। সে বিশ্বকাপ তো বটেই, এরপর যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ দল, মূল পর্বের কোন ম্যাচেই জয়ের দেখা পায়নি। এবার আরও একটি বিশ্বকাপ। ১৭ অক্টোবর পর্দা উঠবে এবারের আসর। সেই পথে যাত্রার আগে ‘ব্যারিয়ার’ ভাঙার বার্তা দিয়ে গেলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিয়াদ বললেন, ‘যদি আমরা ভালো ক্রিকেট খেলে বাছাই পর্বের ম্যাচগুলো জিতে মূল পর্বে যাই তাহলে আমরা চেষ্টা করব যত বেশি ম্যাচ জেতা যায়। যেহেতু পূর্ববর্তী বিশ্বকাপগুলো আমাদের খুব একটা সুখকর স্মৃতি নেই আমরা চেষ্টা করতে সেই ব্যারিয়ার ভাঙতে পারি। আপনি বলতে পারবেন না এই ফরম্যাটে কখন কি আসবে।’
বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা নিয়ে বেশ নাটকীয়তা হলো। প্রকৃতিক দুর্যোগের কারণে ওমানে রওয়ানা করা নিয়ে শুরুতে শঙ্কা তৈরি হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, নির্ধারিত সময় রাত পৌনে ১১টায় ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তবে রাত ৮টার দিকে আবার জানা যায়, ঘূর্ণিঝড় শাহীনের কারণে যাত্রা স্থগিত হচ্ছে। ১০ মিনিটের মধ্যে সে সিদ্ধান্তেও পরিবর্তন আসে। জানা যায়, নির্ধারিত সময়েই যাবে দল।
যাওয়ার আগে বিমানবন্দরে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে গেলেন মাহমুদউল্লাহ, ‘আমরা সবাই আপনাদের কাছে দোয়া প্রার্থী। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় জাতি হিসেবে আমাদের জন্য ভালো একটি সুযোগ এই বিশ্বকাপে যদি ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, ধারাবাহিক থাকতে পারি। আমরা সর্বশেষ কয়েকটি সিরিজে যেরকম ক্রিকেট খেলেছি, তেমন আত্মবিশ্বাস নিয়ে আমরা যদি খেলতে পারি। তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো কিছু অর্জন করা সম্ভব।’
সঙ্গে যোগ অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘আমার মনে হয় যে প্রত্যাশা তো থাকবেই। সবমিলিয়ে দলের প্রত্যাশা, খেলোয়াড়দের, দেশবাসীর। কিন্তু এই প্রত্যাশাগুলো আমরা তখনই পূরণ করতে পারবো যখন আমরা নিজেদের সক্ষমতা অনুযায়ী নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারব। সেটার জন্য গ্রুপ পর্বের যে ম্যাচগুলো আছে, ধাপে ধাপে আমাদের আগাতে হবে।’
টিআইএস/এনইউ