বার্সেলোনা নিয়ে ভাবেন না সিমিওনে
বার্সেলোনার দুর্দশার কথা এখন পুরো বিশ্বের আলোচনায়। হারতে হারতে একেবারে খাদের কিনারায় এসে পৌঁছেছে দলটি। রোনাল্ড কোম্যানের বরখাস্ত হওয়ার শঙ্কা প্রতি মুহূর্তেই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই শনিবার রাতে শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে হবে বার্সাকে।
লা লিগার ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে কোম্যানের পাশে দাঁড়িয়েছেন অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে। জানিয়েছেন, তার প্রতি সবসময় সম্মান আছে। তবে বার্সেলোনার পরিস্থিতি নিয়ে কোনো ভাবনা নেই বলে জানালেন সিমিওনে।
তিনি বলেন, ‘আমি কেবল অ্যাটলেটিকোর দিকেই নজর দিতে পারি। এটার ব্যাপারেই আগ্রহী। আমরা দেখবো ম্যাচে কী হয়। তাদের আলবা, ডেস্ট, পিকে, পেদ্রি, আনসুর মতো দারুণ খেলোয়াড় আছে স্কোয়াডে। তারা দারুণ ফুটবলার। তাদের কিছু দুর্দান্ত ফুটবলার আছে।’
কোম্যান আরও বলেন, ‘আমি গুজব পড়ি না। কোম্যান দারুণ দৃঢ়তা দেখিয়েছে। আমি তাকে শুভ কামনা জানাই। আমরা সবাই নিজেদের পরিস্থিতি নিয়ে চিন্তিত। আমি জানি সে অস্বস্তিকর পরিস্থিতিতে আছে। আমাদের সব কোচেরই তার প্রতি সম্মান আছে, আমার সবসময় থাকবে।’
বার্সেলোনার স্কোয়াড দারুণ বলেই মনে করেন সিমিওনে, ‘আমরা সবসময় খেলোয়াড়দের সক্ষমতা নিয়ে চিন্তা করি। বার্সেলোনার দারুণ স্কোয়াড ও কোচিং স্টাফ আছে। এটা খুব দারুণ একটা ম্যাচ হবে আর আমরা সেদিকেই তাকিয়ে আছি।’
এমএইচ