পার্টি করতে দুই লাখ লাগে, ১০ লাখ টাকার জন্য ফিক্সিং করবো!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগে থমকে গিয়েছিল ভারতীয় পেসার শ্রীশান্থের ক্যারিয়ার। সম্প্রতি তিনি আরও একবার ক্রিকেটে ফেরার ইচ্ছের কথা জানিয়েছেন। কিন্তু নিজের পুরোনো কাজকে ভুলতে পারছেন না তিনি। এবার শ্রীশান্থ মুখ খুলেছেন ফিক্সিং নিয়ে।
২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ের জন্য শ্রীশান্থসহ আরও দুজনকে শাস্তি দেয় বিসিসিআই। সঙ্গে শাস্তি পায় রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসও। এরপর দীর্ঘ টালবাহানার পর গত বছর আদালতের নির্দেশে শ্রীশান্থের ওপর থেকে ক্রিকেট খেলার ব্যাপারে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপর আইপিএলে নিলামে নাম তুললেও কেউ কেনেনি তাকে। তবে ঘরোয়া ক্রিকেটে মুস্তাক আলি ট্রফিতে খেলেছেন তিনি।
স্পট ফিক্সিংয়ে তার নাম জড়ানো নিয়ে শ্রীশান্থ বলেন, ‘আমি দক্ষিণ আফ্রিকা সফরের জন্য মুখিয়ে ছিলাম। যেটা আমরা জিততে পারতাম। সিরিজ ছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে। আমরা আগে সেখানে যেতে চেয়েছিলাম যাতে ভালো ফল করতে পারি। আমার লক্ষ্য ছিল সিরিজ খেলা। এইরকম একজন মানুষ, কী করে এটা করবে? তাও মাত্র ১০ লাখ টাকার জন্য! আমি একদম বাড়িয়ে কোনও কথা বলছি না। কিন্তু সাধারণত কোথাও কোনও পার্টি করলে আমার খরচ হতো আনুমানিক ২ লাখ টাকা।’
দুঃসময়ে পাশে থাকায় পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীশান্থ। এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তার পরিবারের যথেষ্ট অবদান আছে বলে মনে করেন তিনি, ‘আমার জীবনে, আমি অনেক সাহায্য পেয়েছি এবং বিশ্বাস অর্জন করেছি। আমি অনেক মানুষকে সাহায্য করেছি এবং ওরাও আমাকে সাহায্য করেছে।’
এমএইচ