বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ পর্তুগাল
ফুটবল বিশ্বকাপ না হোক। এটা তো খেলাটিরই আরেক সংস্করণ। সেখানেই ফাইনাল খেলবে বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দেশ। তারা অবশ্য কেউ নেই এই খেলায়। কাজাখাস্তানকে হারিয়ে ফুটসাল বিশ্বকাপ ফাইনালে উঠে গেছে পর্তুগাল। ব্রাজিলকে হারিয়ে আগেই ফাইনাল খেলা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।
বৃহস্পতিবার রাতে লিথুনিয়ায় দ্বিতীয় সেমিফাইনালে কাজাখাস্তানের মুখোমুখি হয় পর্তুগাল। ২৩ মিনিটে পর্তুগিজদের গোল করে এগিয়ে দেন পানি। এরপর ম্যাচের ৪০তম মিনিটে ম্যাচে সমতা টানেন কাজাখাস্তানের নুরজুহিন।
কাজাখাস্তানকে এবার এগিয়ে দেন ডগলাস। ম্যাচের ৪২ মিনিটে গোল করেন তিনি। পিছিয়ে পড়ার সাত মিনিটের মাথায় আবার ম্যাচে সমতা আনেন কুয়েলহো। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ে প্রথমবারের মতো ফুটসাল বিশ্বকাপের ফাইনালে ওঠে পর্তুগিজরা।
আগামী তিন অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ফাইনালে পর্তগালের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় কাজাখাস্তানের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে ব্রাজিল।
এমএইচ