নেপালি লিগে আবারও ব্যাট হাতে ব্যর্থ তামিম
এভারেস্ট প্রিমিয়ার লিগে দ্বিতীয় বারের মতো ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হলেন তামিম ইকবাল। আজ ললিতপুর প্যাট্রিয়র্সের বিপক্ষে ১৬ বলে মাত্র ১৪ রানে থেমে যায় তামিমের ব্যাট। ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খেলার পঞ্চম ওভারে নেপালের পেস বোলার রিজান ধাকালের বলে ক্যাচ আউট হন বাংলাদেশের এই ওপেনিং ব্যাটার।
নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টির বাগড়ায়। তৃতীয় ম্যাচে এসে অবশেষে ব্যাট হাতে নামতে পারেন তামিম ইকবাল। তবে সে ম্যাচে ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি তিনি। ১২ রান করে আউট হয়ে যান তামিম। এরপর আজও ব্যাট হাতে একরাশ ব্যর্থতাই উপহার দিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।
বৃষ্টির বাধায় প্রথম দুই ম্যাচ পণ্ড হয়ে যাওয়ায় ব্যাট হাতে দেখা যায়নি বাংলাদেশের এই ওপেনিং ব্যাটারকে। ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে গতকাল প্রথমবারের মতো ব্যাটিংয়ে নামেন তামিম। নেপালি লিগে ভিরাটনগর ওয়ানিওর্সের বিপক্ষে ভাইরাহাওয়া প্রথম জয় পায়। তবে ব্যাট হাতে নিজের প্রথম ও আজ দ্বিতীয় ইনিংসের একটিতেও বড় কিছু করোতে পারেননি বাংলাদেশের সেরা এই ওপেনার।
দীর্ঘ দিন খেলায় না থাকায় নেপালি লিগে নিজেকে ঝালিয়ে নিতে ভাইরাহাওয়া গাডিয়েটর্সের হয়ে ইপিএলের চতুর্থ আসরে খেলছেন তামিম। তবে এখন পর্যন্ত দুটি ম্যাচে নিজের সরূপে ফিরতে পারেন নি।
এমএফ/এনইউ