মেসি নন, পিএসজিতে সর্বেসর্বা এমবাপেই
বার্সেলোনায় লিওনেল মেসিই ছিলেন সর্বেসর্বা। পেনাল্টি হোক, কিংবা ফ্রি কিক, অথবা দলের সব আক্রমণ গড়ে দেওয়া, সেটা ‘ফিনিশ’ করা, সবকিছুতে তারই ছিল আধিপত্য। সে কারণেই পিএসজিতে যোগ দেওয়ার পর বড় একটা প্রশ্ন ছিল, বার্সেলোনায় যেমন ‘টালিসমান’ ভূমিকায় ছিলেন মেসি, পিএসজিতেও সেটা থাকবেন কিনা।
তবে ফ্রান্সের সাবেক ফুটবলার নিকোলাস আনেলকা তেমন মনে করছেন না আদৌ। তার মতে মেসি নন, এমবাপেই পিএসজিতে সর্বেসর্বা হওয়ার যোগ্য। সম্প্রতি ফ্রান্সের স্থানীয় দৈনিক ল্য প্যারিসিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আনেলকার ভাষ্য, ‘পিএসজির মেসিকে এমনভাবে ব্যবহার উচিত যাতে করে এমবাপের জন্য অনেক সুযোগ তৈরি হয়। মেসির এই পরিবেশে মানিয়ে নিতে সময় লাগবে। এমবাপে নাম্বার ওয়ান, তাকেই আক্রমনভাগের নেতৃত্ব দিতে হবে।’
ফরাসি সাবেক এই তারকা আরো জানান, বার্সেলোনার সর্বেসর্বা সত্ত্বাটা পিএসজিতে ভুলে যাওয়া উচিত মেসির। তিনি বলেন, ‘মেসি বার্সেলোনার নাম্বার ওয়ান ছিল, কিন্তু পিএসজিতে মেসির এমবাপেকে সহযোগিতা করতে হবে।’
চলতি মৌসুম শেষেই পিএসজিতে এমবাপের চুক্তি শেষ হয়ে যাবে। আনেলকা মনে করছেন, ফরাসি তারকার উচ্চাকাঙ্ক্ষাই তাকে দল ছাড়তে বাধ্য করবে। দল ছেড়ে গেলে যে খুব একটা ক্ষতি হবে তার, তেমনটাও মনে হচ্ছে না তার; বরং পিএসজি ছেড়ে গিয়ে এমবাপে জিতবেন ব্যালন ডি’অর, পূর্বানুমান আনেলকার।
লিওঁর বিপক্ষে মেসিকে মাঠ ছেড়েছিলেন ৭৬ মিনিটেই। সেদিন দেখা যায়, পিচ ছেড়ে যাওয়ার সময় কোচের সঙ্গেও হাত মেলাননি সাবেক বার্সা অধিনায়ক। চোখেমুখেও বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। এ নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি।
এই বিষয়ে সাবেক ফরাসি তারকার অভিমত, ‘ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার যখন গোল পাচ্ছে না তখন আপনি তাকে ৭৫ মিনিটে উঠিয়ে দিতে পারেন না। এই বিষয়টি তাকে আঘাত দিতে পারে।’
আনেলকা মনে করেন, সেদিন আরেকটু অপেক্ষা করা উচিত ছিল পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর; অন্তত পরিস্থিতি বিচারে তো বটেই, সেদিন যে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে মেসির প্রথম ম্যাচ ছিল!
তিনি বলেন, ‘মেসির পিএসজির ঘরের মাঠে প্রথম ম্যাচ ছিল সেটা, সেখানে তার প্রতি কোচের আস্থা দেখানোর প্রয়োজন ছিল। সে এই দলের একজন মহাতারকা। এই পরিস্থিতি থেকে পুনরায় খেলায় মনোনিবেশ করতে সময় লাগবে।’
এমএফ/এনইউ/এটি