সাবিনারা ফিরলেন, জামালরা যাচ্ছেন
বাংলাদেশ নারী ফুটবল দল আজ মঙ্গলবার ভোরে উজবেকিস্তান থেকে বাংলাদেশে পৌঁছেছে। উজবেকিস্তান থেকে তুরস্ক হয়ে সাবিনারা বাংলাদেশে আসেন। তুরস্কের ইস্তাম্বুলে অনেকক্ষণ যাত্রা বিরতি ছিল। দীর্ঘ ভ্রমণ হলেও বাংলাদেশ নারী দলের সবাই সুস্থ আছেন। দেশে ফিরে বাফুফে ভবনের চার তলায় তারা ক্যাম্পে উঠেছেন।
সাবিনারা উজবেকিস্তানে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলেছে। দুই ম্যাচেই তারা ০-৫ গোলে হেরেছেন। উজবেকিস্তান থেকে ফেরার পথে হংকংয়ের বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। উজবেকিস্তান যাওয়ার আগে বাংলাদেশ দল নেপালের বিপক্ষে কাঠমান্ডুতে দুটো প্রীতি ম্যাচ খেলেন।
সাবিনারা দেশে আসার কয়েক ঘন্টার মধ্যে জামালরা দেশ ছাড়ছেন। ১ অক্টোবর থেকে মালদ্বীপের মালেতে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ফুটবল আসর সাফে অংশ নিতে আজ দুপুরে দেশ ত্যাগ করবেন জামালরা।
এজেড/এনইউ