শাস্তি কমল স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত খেলোয়াড়দের, কমেনি আরামবাগের
শাস্তি কমানোর জন্য আবেদন করেছিল আরামবাগ ক্রীড়া সংঘ ও শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়রা। আপিল কমিটি আরামবাগের শাস্তি কমায়নি। ডিসিপ্লিনারী কমিটির দেয়া অর্থ দন্ড ও সিনিয়র ডিভিশনের অবনমন বহাল রেখেছে।
ক্লাবের শাস্তি না কমালেও খেলোয়াড় ভবিষ্যত এবং সামগ্রিক বিষয় বিবেচনা করে আপিল কমিটি খেলোয়াড়দের শাস্তি ২৫ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত বহাল রেখেছে। যে সকল খেলোয়াড় আপিল করেছেন তারাই কেবল আগামী বছর ২৬ সেপ্টেম্বর থেকে খেলার সুযোগ পাবেন৷ আপীলকারীদের মধ্যে অনেকে আপিল ফি প্রদান করেননি৷ আপিল ফি ৯ অক্টোবরের মধ্যে প্রদান না করলে ওই সকল আপিলকারীরা মওকুফের সুবিধা পাবেন না।
স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় আরামবাগ ক্লাবকে ডিসিপ্লিনারি কমিটি সিনিয়র ডিভিশনে অবনমন করে। পাশাপাশি কয়েকজন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। পাতানো খেলা শনাক্তকরণ কমিটির তদন্তের সুপারিশের ভিত্তিতে ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত প্রদান করে। শাস্তিপ্রাপ্ত ক্লাব ও খেলোয়াড়রা ডিসিপ্লিনারী কমিটির সিদ্ধান্তের বিপরীতে আপিল করেছিল। আপিল কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয়।
এজেড/এটি