সাফের শিরোপা ছাড়া কিছু ভাবছেন না জামাল ভূঁইয়া
বাংলাদেশের ফুটবল ও ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় এবং আকষর্ণীয় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। ১ অক্টোবর থেকে মালদ্বীপের মালেতে শুরু হবে এই চ্যাম্পিয়নশিপের খেলা। টুর্নামেন্ট খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ দল।
টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে আজ সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে বাফুফে। সেই সংবাদ সম্মেলনে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া শিরোপার প্রত্যাশাই ব্যক্ত করেছেন, ‘আমরা মালদ্বীপে ভালো কিছু করতে চাই। নিজেদের সেরা ফুটবলটা খেলে ফাইনালে ট্রফি স্পর্শ করতে চাই।’
জামালের অভিষেক ২০১৩ সালে, এই সাফেই। জামাল এখন পর্যন্ত তিনটি সাফ খেলেছেন। তিনটিতেই গ্রুপ পর্বে বিদায়। তিন বার গ্রুপ পর্বে বিদায় নেয়া বাংলাদেশের এবার স্বপ্ন ফাইনাল খেলার। এই প্রসঙ্গে জামালের বক্তব্য, ‘আমরা সঠিক অনুশীলন করেছি এবং ভালো ছন্দে আছি। আশা করি ভালো কিছু নিয়েই দেশে ফিরতে পারব।’
জেমি ডে টুর্নামেন্ট শুরুর আগে সুনির্দিষ্টভাবে খেলার ধরন নিয়ে কিছু বলতেন না। জাতীয় দলে দায়িত্ব নিয়ে অস্কার ব্রুজন সরাসরি বলেছেন তিনি আক্রমণাত্মক ফুটবল এবং ৪-৩-৩ ছকে খেলাতে চান। মাত্র এক সপ্তাহের কম সময়ে অস্কারের এই কৌশল রপ্ত করতে সমস্যা হয়নি বলে জানান জামাল, ‘জেমি ৩-৪-৩ এ খেলাতেন। বাংলাদেশের অধিকাংশ ক্লাব ৪-৩-৩ এ খেলে। নতুন কোচও সেটি খেলাতে চাইছেন। ফলে আশা করি কোনো সমস্যা হবে না।’
জাতীয় দলের নতুন কোচ অস্কার ব্রুজন প্রথম ম্যাচকে বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন, ‘আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ জয় দিয়ে শুরু করলে দারুণ এক সূচনা হবে।’
ম্যাচ জিততে প্রয়োজন গোল। বাংলাদেশের সমস্যা স্কোরিং। বাংলাদেশের ফরোয়ার্ডরা ঘরোয়া পর্যায়ে সেভাবে গোল করতে পারেন না। ফলে আন্তর্জাতিক ম্যাচে একটা চাপ থেকেই যায়। স্কোরিং প্রসঙ্গে অস্কার বলেন, ‘তাহলে আমাকে মাঠে নামতে হবে (হাসি)। স্কোরারদের ওপর আমার বিশ্বাস আছে। আশা করি তারা গোল করতে সক্ষম হবে।’
কিছুদিন আগে মালদ্বীপ থেকে ফিরেছেন অস্কার ব্রুজন। বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস এএফসি কাপের পরের রাউন্ডে যেতে পারেনি ভারতীয় ক্লাবের কাছে ড্র করে। মালদ্বীপ ও ভারত শক্তিমত্তায় এগিয়ে। এই দুই দল প্রসঙ্গে বলেন, ‘এই দুই দলের ব্যাপারে আমার পূর্ণ ধারণা আছে। আমার সেই অভিজ্ঞতা বাংলাদেশ দলে কাজে লাগাতে চেষ্টা করব।’
এজেড/এনইউ/এটি