বিশ্বকাপ জয় আত্মবিশ্বাস দিচ্ছে শামীমকে
বয়সভিত্তিক দল থেকেই তারকা খ্যাতি পেয়েছেন শামীম পাটোয়ারী। এখন পর্যন্ত দেশের ক্রিকেটের সর্বোচ্চ অর্জনের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে দিয়েছেন মাত্র দুই মাসও হয়নি, খেলেছেন ৭টি টি-টোয়েন্টি। এতেই বাজিমাত শামীমের, জায়গা পেয়েছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। যেখানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি টেনে নিয়ে যেতে চান তরুণ এই অলরাউন্ডার।
আজ (সোমবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শামীম বললেন, ‘যেহেতু আমরা একটা বিশ্বকাপ জিতে আসতে পেরেছি, এবার মূল বিশ্বকাপ, তো আমরা আশাবাদী এবার আমরা ভালো কিছু আনবো।’
বয়সভিত্তিক দলে নিজেকে প্রমাণ দিয়ে জাতীয় দলের টিকিট পেয়েছেন শামীম। থিতু হয়েছেন জাতীয় দলে। দুই জার্সির মধ্যে খুব বেশি পার্থক্য খুঁজে পান না তিনি। যেটুকু তফাৎ দেখেন, সেটি স্বাভাবিক মনে হয় তার কাছে।
শামীমের ব্যাখ্যা, ‘আসলে তফাৎ বলতে ওখানেও (অনূর্ধ্ব-১৯) আমি দেশের জন্য খেলেছি এখানেও দেশের জন্য খেলছি। আমি মনে করি একটু ব্যতিক্রম থাকবে, যেহেতু এটা মূল জাতীয় দল। অনূর্ধ্ব-১৯ থেকে একটু ব্যতিক্রম হওয়াটা স্বাভাবিক।’
শামীমের বয়স অবশ্য খুব বেশি না। চলতি মাসেই ২১ এর কোটা ছুঁয়েছে। তার শৈশব কেটেছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদদের খেলা দেখে। সে সব তারকাদের সঙ্গে এখন ড্রেসিংরুম শেয়ার করেন শামীম। অনুভূতিটা আসলে কেমন?
শামীম বলছিলেন, ‘ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সাকিব ভাই, রিয়াদ ভাইদের সঙ্গে খেলব। এখন যেহেতু ওনাদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি, খুব ভালো লাগছে। আমাদের সিনিয়র ক্রিকেটাররা আমরা যারা জুনিয়ার আছি তাদেরকে অনেক সাপোর্ট করেন।’
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের প্রসঙ্গ উঠতেই শামীম জানান, ‘রিয়াদ ভাই সবসময় আমাদের সাপোর্ট করেন। জুনিয়র ক্রিকেটারদের স্নেহ করেন। রিয়াদ ভাই সব সময় আমাদেরকে ফ্রি খেলার জন্য বলেন।’
টিআইএস/এটি