মেসিদের লিগে আবারও তুলকালাম, দর্শকদের হানায় ম্যাচে হলো দেরি
দলটা লিগ ওয়ান জিতেছে গেল মৌসুমে। এই লিলের বিপক্ষেই লেঁসের জয় নেই শেষ ১৫ বছরে। সেই লিলকেই ডার্বি ম্যাচে ১-০ গোলে হারালো দলটি। তবে এই জয় পরাজয় ছাপিয়ে শনিবারের ম্যাচটা আলোচনায় এলো ভিন্ন কারণে। দর্শকদের উৎপাতে যে ম্যাচ বন্ধ রাখতে হয়েছিল রীতিমতো!
সেই সাময়িক স্থগিতাদেশের স্থায়িত্বও আবার এক দুই মিনিট ছিল না। পুরো ৯০ মিনিট ধরে! ঘটনার সূত্রপাত প্রথমার্ধের শেষ দিকে। স্বাগতিক লেঁসের সমর্থকরা উত্তেজিত করার চেষ্টা করছিলেন সফরকারী লিলের সমর্থকদের। এরপর লিলে সমর্থকরা এর জবাব দিলেই বেঁধে যায় দাঙ্গা।
লেঁসের সমর্থকরা প্রথমে নেমে আসেন মাঠে, এরপর সফরকারী সমর্থকরাও। পরিস্থিতি ক্রমেই চলে যেতে থাকে নিয়ন্ত্রণের বাইরে। শেষমেশ দাঙ্গা পুলিশ আর নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতিটি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সাংবাদিক আমেনি মোহামেদ বলেন, ‘লেসের সমর্থকরা সফরকারীদের স্ট্যান্ডের সামনে দৌড়ে যাচ্ছিল। এর একটু আগেই অবশ্য লিলের দর্শকরা তাদের দিকে কিছু একটা ছুঁড়ে মেরেছিলেন।’
শনিবার স্থানীয় সময় বিকেল তিনটা বাজে প্রথমার্ধের খেলা শুরু হয়। তবে সমর্থকদের এই পাগলামির ফলে দ্বিতীয়ার্ধ শুরু হয় ৫-৩০ মিনিটে। তখনো সমর্থকদের ওপর কড়া নজরদারি ছিল পুলিশের।
দারুণ পাসিং ফুটবলে লিলকে শুরু থেকে চাপে রেখেছিল স্বাগতিকরা। ৭৪ মিনিটে পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলটাও।
এই জয়ের পর লেঁস মিডফিল্ডার সাকো ফোফানা অবশ্য উৎসর্গই করে বসলেন সেই সমর্থকদের। বললেন, ‘এটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। আমরা অনেক বেশি গর্বিত, আমরা এটা ভক্তদের জন্য করতে পেরেছি। গেল বছর আমাদের অভিজ্ঞতা ছিল না, আর আমাদের জন্য সমর্থকরাও মাঠে আসতে পারেননি। এই জয়ের পরে আমরা অনেক বেশি আবেগি হয়ে পড়েছি।’
ফরাসি লিগে দর্শক-দাঙ্গা অবশ্য নতুন কিছু নয়। এই কয়েকদিন আগেই একটা ম্যাচকে রীতিমতো বাতিলই করে দিতে হয়েছিল এই কারণে। চলতি মৌসুমে লিওনেল মেসির পিএসজির ম্যাচে অবশ্য এমন কিছু ঘটেনি এখনো। ফ্রান্সের সবচেয়ে সফল দলটি আজ রাতেই আবার মাঠে নামছে। নিজেদের মাঠে শক্তিশালী লিওঁকে আজ রাতে আতিথ্য দেবে কোচ মরিসিও পচেত্তিনোর দল।
এনইউ