আফগানিস্তানের মেয়েরা ফিরছেন ক্রিকেটে
গোটা বিশ্ব জুড়েই আলোচনায় আফগানিস্তানের তালেবান সরকার ও তাদের ক্রিকেট। সম্প্রতি নারীরা ক্রিকেট খেলতে পারবে না এমন ঘোষণা আসার পর ক্রিকেট বিশ্বের তোপের মুখে পড়ে আফগান ক্রিকেট বোর্ড। বোর্ডের চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি ইঙ্গিত দিয়েছেন, ‘নারীদের ক্রিকেট খেলতে দেওয়ার পক্ষে আমরা কাজ করছি। অতি দ্রুত ইতিবাচক খবর আসবে।’
ফাজলির এই মন্তব্য তালিবান সাংস্কৃতিক কমিশনের উপ-প্রধান আহমদুল্লাহ ওয়াসিকের বিরোধী। যিনি বুধবার এক রেডিও স্টেশনে বলেছিলেন, ‘নারীদের খেলাধুলার কোনও প্রয়োজন নেই। তাদের কাজ সন্তানের জন্ম দেওয়া।’ তারপরই বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হয়, কী হবে আফগানিস্তান নারী ক্রিকেট দলের ভবিষ্যৎ?
আফগানিস্তান ক্রিকেট দলের আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্টে টেস্ট ম্যাচ রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, নারীদের ক্রিকেট খেলতে না দিলে তারা এই টেস্ট ম্যাচ বাতিল করে দেবে। ঠিক এরপরই নড়েচড়ে বসেছে আফগান ক্রিকেট বোর্ড।
আফগানিস্তান ক্রিকেট তাদের সিদ্ধান্তে বদল আনার কথা বলেছে। তবে সেটা একেবারেই তালিবানদের ভাবনার বিরুদ্ধে গিয়ে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি বলেছেন, ‘গভর্নিং বডি অচিরেই জানিয়ে দেবে, কীভাবে এই বিষয়টি কার্যকর করা হবে। ২৫ জনের নারী ক্রিকেটারদের যে দলটি ছিল, তারা আফগানিস্তানেই রয়ে গিয়েছে। আফগানিস্তান ছেড়ে কেউই যাননি।’
চাপে হলেও আফগান ক্রিকেট বোর্ড নারীদের ক্রিকেট খেলার ব্যাপারে ইতিবাচক সাড়া দিতে যাচ্ছে এটাই এখন ক্রিকেট মহলে স্বস্তির খবর।
এমএফ/এটি