হ্যাটট্রিক হারের তেতো অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল
দুই সপ্তাহের কিরগিজ মিশন শেষ করে গতকাল রাতে দেশে ফিরেছেন জামাল ভুইয়ারা। ফ্লাইট বিলম্ব হওয়ায় জামালরা বিকেলের পরিবর্তে রাতে ঢাকা পৌঁছান।
বাংলাদেশ দলে অভিষিক্ত হওয়া তরুণ গোলরক্ষক মিতুল মারমা বলেন, ‘সফরটি আমাদের জন্য দারুণ শিক্ষণীয় ছিল। ফ্লাইট বিলম্বের কারণে আমরা দেরিতে পৌছলাম।’ সবকিছু ঠিকঠাক থাকলে গতকাল বিকেলে দেশে ফেরার কথা ছিল জামাল ভূঁইয়ার দলের। কিন্তু সেখানে দেখায় দেয় ফ্লাইট নিয়ে জটিলতা। যে কারণে ছয় ঘণ্টা পিছিয়ে গেছে দলের ঢাকায় আগমন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর ফুটবলারের যার যার ক্লাবে গিয়েছেন বাফুফের ব্যবস্থাপনায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নয় দলের খেলা শেষ হয়েছে। বসুন্ধরা কিংসের তিন ম্যাচ বাকি। বসুন্ধরা, শেখ রাসেল, সাইফ স্পোর্টিং ও ঢাকা আবাহনীর লিগ ম্যাচ অসম্পূর্ণ রয়েছে শুধু। ১৯ সেপ্টেম্বরের মধ্যে খেলা শেষ করে ২০ সেপ্টেম্বর থেকে সাফ মিশন শুরু হবে।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জামালদের খেলা দেখতে কিরগিজস্তানের বিশকেক গিয়েছিলেন। তিন ম্যাচই দেখেছেন। তিন ম্যাচ দেখে জামালদের সঙ্গে দেশে ফিরেছেন।
এজেড/এনইউ