তামিমকে পাইনি এটা আমাদের দুর্ভাগ্য
বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ যে চারজন ক্রিকেটার আছেন, তাদের একজন তামিম ইকবাল। অথচ এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমকে ছাড়াই খেলতে যেতে হচ্ছে টাইগারদের। গত ১ সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় এই বাঁহাতি ওপেনার জানিয়ে দেন, আসন্ন বিশ্বকাপে খেলবেন না তিনি। এজন্য আজ (বৃহস্পতিবার) তাকে ছাড়াই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
তামিমের না থাকা প্রসঙ্গে বোর্ডের প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, বিশ্বকাপে তার মতো দেশসেরা ওপেনারকে না পাওয়া দুর্ভাগ্যের ব্যাপার। তামিমমে মিস করবে বাংলাদেশ দল।
মিরপুরে প্রেস কনফারেন্সে নান্নু বললেন, ‘অবশ্যই তামিম ইকবাল তিন ফরম্যাটে আমাদের সেরা খেলোয়াড়দের একজন। ও নিজে থেকে সরিয়ে নিয়েছে, আমরা আত্মবিশ্বাসী ছিলাম বিশ্বকাপে ওর মতো খেলোয়াড়কে পাবো। পাইনি এটা আমাদের দুর্ভাগ্য, আমরাও মিস করবো তামিমকে। আমরা আত্মবিশ্বাসী ও আবার ফিরে আসবে।’
ওপেনিংয়ে তামিম শুধু আশার প্রদীপই নন, দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ইনজুরির কারণে টি-টোয়েন্টি একাধিক সিরিজ খেলতে পারেননি। এই ফরম্যাটে তামিম সবশেষ মাঠে নেমেছেন প্রায় দেড় বছর আগে। এজন্য গত অস্ট্রেলিয়া সিরিজে তামিমকে টপকে এই ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন সাকিব আল হাসান। বাকি দুই ফরম্যাটে অবশ্য এখনো শীর্ষে তামিম।
তামিমের না থাকা বিশ্বকাপে ওপেনিংয়ে শূন্যতা তৈরি হবে নিশ্চয়ই? জবাব দিয়ে নান্নু বললেন, ‘যারা সুযোগ পেয়েছে তারা বিরাট প্ল্যাটফর্মের মধ্যে আছে এবং তাদের সামর্থ্য আছে ভালো করার ইনশাআল্লাহ। বিশ্বকাপ স্কোয়াডে যারা আছে ওপেনার, তাদের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী তারা ভালো করবে।’
টিআইএস/এটি/এনইউ