বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ
আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বিশ্বকাপ খেলতে আগামী ৪ অক্টোবর দেশ ছাড়বে টাইগাররা। সবকিছুই চূড়ান্ত, তবে এখনো স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড জানা যাবে।
এই বিশ্বকাপের জন্য ১০ সেপ্টেম্বরের মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণার জন্য সময়সীমা বেধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তার একদিন আগে দল ঘোষণা করবে বিসিবি। দুপুর ১২টায় মিরপুরের শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সামনে দলটি ঘোষণা করা হবে।
বিশ্বকাপ খেলতে আগামী ৪ অক্টোবর দেশ ছাড়ার কথা আছে টাইগারদের। বিশ্বকাপের মূল পর্বে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। একটি শ্রীলঙ্কা এবং অন্যটি আয়ারল্যান্ডের বিপক্ষে। এছাড়া আরও একটি ম্যাচ খেলার ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
এবার বিশ্বকাপে প্রথম পর্বে বাংলাদেশ আছে গ্রুপ ‘বি’ তে। এই গ্রুপের বাকি দলগুলো স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান। নিয়ম অনুযায়ী প্রতি গ্রুপের চার দলের মধ্য থেকে দুই দল যাবে সুপার টুয়েলভে। যেখানে আগে থেকেই আছে সর্বমোট ৮টি দল।
বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে খেলতে হবে গ্রুপ-২ এ। এই গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এছাড়াও গ্রুপ-২ এর বাকি দুই দল নিউজিল্যান্ড ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপের রানার-আপ দলও খেলবে এই গ্রুপে।
গুঞ্জন আছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে এবার কোনও চমক থাকছে না। তামিম ইকবাল না খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে যে ১৯ সদস্যের স্কোয়াড খেলছে, সেখান থেকে ১৫ জনকে সুযোগ পাবেন। বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামের কপাল পুড়ছে। ১৫ সদস্যের দলে না থাকলেও দলের সঙ্গী হবেন মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।
টিআইএস/এমএইচ