ব্রাজিল থেকে ফিরে আর্জেন্টিনা দলে করোনায় আক্রান্ত এক
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আর্জেন্টিনা পা রেখেছিল ব্রাজিলে। সেখানে খেলা তো শেষ হয়ইনি, উল্টো আলবিসেলেস্তেরা পড়েছে মহা ফ্যাসাদেই। সে সমস্যা এখনো শেষ হয়নি, ফিফার রায়ের দিকে তাকিয়ে আছে দলটি। এরই মাঝে নতুন করে দুঃসংবাদ পেয়েছে কোচ লিওনেল স্ক্যালোনির দল। দলে করোনার হানা পড়েছে, আক্রান্ত হয়েছেন একজন।
আপাতত অবশ্য ভয়ের কারণ নেই। কারণ কোনো খেলোয়াড় নন, করোনায় আক্রান্ত হয়েছেন দলটির এক স্টাফ। আর্জেন্টিনা দল নিজেদের অনুশীলন মাঠ এজেইজাতে পা রেখে নিয়মমাফিক করোনা পরীক্ষা করায়। তার ফলাফল মেলার পরই এই দুঃসংবাদ পেয়েছে দলটি।
তবে এই সদস্যের পরিচয় অবশ্য গণমাধ্যমে জানায়নি আর্জেন্টিনা দল কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদ মাধ্যম অবশ্য জানাচ্ছে, দলটির রাঁধুনি আক্রান্ত হয়েছেন করোনায়। যিনি দলটির সঙ্গে ব্রাজিলেও সফর করেছিলেন।
খেলোয়াড়রা অবশ্য এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন। করোনা পরীক্ষার ফলাফল সবারই নেগেটিভ এসেছে। ফলে বলিভিয়ার বিপক্ষে স্কোয়াডে থাকা সব খেলোয়াড়কেই মাঠে নামানোর সুযোগটা পাচ্ছেন দলের কোচ লিওনেল স্ক্যালোনি।
তবে করোনাকাল বিবেচনায় এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মেসিদের ক্যাম্পে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সেই রাঁধুনির সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল, এমন একজনকে ইতোমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে আইসোলেশনে।
দলের বাকি সদস্যরা অবশ্য বেশ সুরক্ষিতই আছেন এখন পর্যন্ত। নেমে পড়েছেন অনুশীলনেও। নেওয়া হচ্ছে বলিভিয়া ম্যাচের প্রস্তুতি। বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে বাছাইপর্বে নিজেদের নবম ম্যাচে মাঠে নামবে দুই দল।
এনইউ/এটি